Tuesday, April 30, 2024
Homeকোচবিহারকোচবিহার অনাসৃষ্টির পরিচালনায় শুরু হলো চারদিন ব্যাপী হাতে কলমে বিজ্ঞান শিক্ষা শিবির

কোচবিহার অনাসৃষ্টির পরিচালনায় শুরু হলো চারদিন ব্যাপী হাতে কলমে বিজ্ঞান শিক্ষা শিবির

কোচবিহার অনাসৃষ্টির পরিচালনায় শুরু হলো চারদিন ব্যাপী হাতে কলমে বিজ্ঞান শিক্ষা শিবির। জাতীয় বিজ্ঞান দিবস ও জাতীয় অংক দিবস কে সামনে রেখে ১৪ থেকে ১৭ ই সেপ্টেম্বর পর্যন্ত এই হাতে কলমে বিজ্ঞান শিক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে পুন্ডিবাড়ি জি ডি এল বালিকা বিদ্যালয় এ। সপ্তম ও অষ্টম শ্রেণির ছাত্র – ছাত্রীদের নিয়ে এই অনুষ্ঠান এ পুন্ডিবাড়ি জি ডি এল বালিকা বিদ্যালয় এর ছাত্রী দের পাশাপাশি আশেপাশের ৯ টি বিদ্যালয় এর ছাত্র ছাত্রীরা অংশগ্রহণ করছে । বৃহস্পতিবার অনুষ্ঠান শুরু হয় সকাল ১১ টায়। গতকাল অনুষ্ঠান এর শুভারম্ভ করেন কোচবিহার এর জেলা বিদ্যালয় পরিদর্শক( উ: মা:) সমর চন্দ্র মন্ডল। এছাড়া এদিন উপস্থিত ছিলেন শ্রী বরুণ মজুমদার, এ আই, কোচবিহার এবং বিশিষ্ট মহাকাশ বিজ্ঞানী শ্রী কৌস্তভ চৌধুরী। ৮৫ জন কে নিয়ে চলা দ্বিতীয় দিন এ-র এই অনুষ্ঠান এর সমাপ্তি ঘটে বিকেল ৪.২৫ মিনিটে।উল্লেখ্য ডি এস টি ভি টির সহায়তায় চলা এই শিবিরে বিশেষজ্ঞ রুপে উপস্থিত থাকছেন কোলকাতা থেকে তিন বিশিষ্ট বিজ্ঞানী শ্রী অভিজিৎ বর্দ্ধন, শ্রী সৈকত গাঙ্গুলি,শ্রী,কৌস্তভ চৌধুরী প্রমুখরা।
এই শিবিরের আয়োজক সংস্থা কোচবিহার অনাসৃষ্টি পক্ষ থেকে সংস্থার সম্পাদক শ্রী সুমন্ত সাহা জানান ছাত্র ছাত্রী দের মাঝে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয় করতে এই শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আমরা আশাবাদী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments