Thursday, April 25, 2024
HomeদিনহাটাSFI দিনহাটা শহর ইউনিটের উদ্যোগে একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট

SFI দিনহাটা শহর ইউনিটের উদ্যোগে একদিবসীয় ক্রিকেট টুর্নামেন্ট

SFI দিনহাটা শহর ইউনিটের উদ্যোগে প্রাক্তন ছাত্র-যুব আন্দোলনের শীর্ষ নেতা কমরেড বেণুবাদল চক্রবর্তী স্মৃতি আন্ত: স্কুল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হল কোভিড স্বাস্থ্য বিধি মেনে।মোট ৬ টি টিম নিয়ে আজকের এই নকআউট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় দিনহাটা শহরের বোর্ডিং পাড়া মাঠে।আজকের এই খেলার উদ্বোধন করেন এসএফআই কোচবিহার জেলা সহ সভাপতি টুটুল সরকার।আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় দিনহাটা সোনিদেবী জৈন উচ্চ বিদ্যালয় ও দিনহাটা পুঁটিমারি উচ্চ বিদ্যালয়ের মধ্যে।ফাইনালে দিনহাটা পুঁটিমারি উচ্চ বিদ্যালয়কে ৪০ রানে হারিয়ে জয়লাভ করে দিনহাটা সোনিদেবী জৈন উচ্চ বিদ্যালয়।

নিজস্ব ছবি

আজকের এই খেলার চ্যাম্পিয়ন ট্রফির নামকরন করা “উস্তাদ” চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্স ট্রফির নামকরণ করা হয় কমরেড ধর্মদাস ভট্টাচার্য স্মৃতি রানার্স।আজকের এই খেলার চ্যাম্পিয়ন দল দিনহাটা সোনিদেবী জৈন উচ্চ বিদ্যালয় ও রানার্স দল দিনহাটা পুঁটিমারি উচ্চ বিদ্যালয়।ফাইনাল ম্যাচের ম্যান অফ দা ম্যাচ ও টুর্নামেন্ট এর ম্যান অফ দা সিরিজ নির্বাচিত হয় সোনিদেবী উচ্চ বিদ্যালয়ের শুভাশীষ দে।এছাড়াও প্রত্যেক ম্যাচের ম্যান অফ দি ম্যাচ ও ফেয়ার প্লে ট্রফি দেওয়া হয়।

নিজস্ব ছবি

আজকের এই খেলায় উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র নেতা শুভ্রালোক দাস, অংশুমালী রায়, দিনহাটা শহর ইউনিট সম্পাদক পরীক্ষিত মন্ডল,আঞ্চলিক কমিটির সম্পাদক আকাশ সাহা,সভাপতি সৌভিক দে,সহ সম্পাদক আবির দেব,সহ সভাপতি সৌরভ সরকার,জেলা কমিটির সদস্য শুভজিৎ দাস ও অন্যান্যরা।এছাড়াও বিশিষ্ট দের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক প্রলয় ভট্টাচার্য,বিশিষ্ট সমাজ সেবী অর্পিতা ভট্টাচার্য,প্রাক্তন কাউন্সিলর মালতী রায় পোদ্দার,বিশিষ্ট সমাজসেবী শুভময় চক্রবর্তী,গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব প্রবীর পাল,ইনসাফ উদ্দিন আহমেদ, তাপস চৌধুরী, রাজীব রায় ও অন্যান্যরা।আজকের এই খেলা ঘিরে মাঠে দর্শকদের উৎসাহ ছিল চোখে পড়ার মত।

নিজস্ব ছবি
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments