Sunday, April 28, 2024
HomeরাজনীতিTrinamool Congress: ঐক্যর বার্তা ও কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের সংহতি যাত্রা

Trinamool Congress: ঐক্যর বার্তা ও কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের সংহতি যাত্রা

Uttorer sangbad : শিলিগুড়ি:- Trinamool Congress ঐক্যর বার্তা দিতে শহরে আরোও একবার সর্ব ধর্মের মানুষদের নিয়ে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস সমতলের ‘সংহতি যাত্রা’। বৃহস্পতিবার পদযাত্রাটি বাঘাযতীন পার্কের সামনে থেকে শুরু হয়ে হাসমিচক হয়ে মহানন্দা ব্রিজের নিচে গিয়ে শেষ হয়। এদিনের তৃনমুলের এই সংহতি পদযাত্রায় জেলার প্রায় সমস্থ নেতৃত্বকেই পায়ে পা মেলাতে দেখা যায়। ১০০ দিনের বকেয়া টাকা সহ অন্যান্য খাতে কেন্দ্রীয় সরকারের বাংলার প্রতি যে বঞ্চনা,তার প্রতিবাদে রাজ্যে জুড়ে এই পদযাত্রায় সামিল হয় তৃনমুল।

Trinamool Congress: ঐক্যর বার্তা ও কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের সংহতি যাত্রা

Arijit Singh: অরিজিৎ এর প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন? জানুন

এদিন মিছিলে”বাংলার মাটি,বাংলার জল,পুন্য হোক পুন্য হোক হে ভগবান”গানে সুর মেলান জেলা সভানেত্রি পাপিয়া ঘোষ, মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকারেরা। সর্ব ধর্মের মানুষকেও মিছিলের অগ্রভাগে দেখা যায় এদিনের এই সংহতি মিছিলে। জেলা সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, কেন্দ্র সরকার প্রতিনিয়ত বাংলার সাথে বঞ্চনা করে চলছে, প্রাপ্য বকেয়া টাকা তারা দিচ্ছে না। পাশাপাশি ধর্ম নিয়ে যে বিভাজনের রাজনীতি করছে তার প্রতিবাদেই এই পদযাত্রা বলে জানান তিনি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments