Friday, April 26, 2024
Homeঅন্যান্যArijit Singh: অরিজিৎ এর প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন? জানুন

Arijit Singh: অরিজিৎ এর প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন? জানুন

Uttoersangbad: Arijit Singh ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘রং দে তু মোহে গেরুয়া’ গেয়েছিলেন অরিজিৎ সিং। ঘটনার দিন কয়েকের মধ্যে ইকো পার্কে গায়কের কনসার্ট বাতিল হয়। সেই ঘিরে কম বিতর্ক দানা বাঁধেনি। গেরুয়া শিবিরের অভিযোগ ছিল, ‘গেরুয়া’ গান গেয়ে দিদির বিরাগভাজন হয়েছেন অরিজিৎ। মাস কয়েকের মধ্যেই ছবি বদলেছিল। চলতিবার তো ফিল্ম ফেস্টিভ্যালে মমতার ভাবনায় কিফ (KIFF)-এর থিম সংও গেয়েছিলেন অরিজিৎ সিং।

গত বছর মে মাসে অরিজিতের স্বপ্নপূরণে পাশা থাকার আশ্বাস দিয়েছিলেন মমতা। বুধবার ফের মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়েই ঘরের ছেলের ভূয়সী প্রশংসা দিদির মুখে। এদিন মালদা সফর সেরে মুর্শিদাবাদে পৌঁছান মুখ্যমন্ত্রী। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তাঁর মুখে অরিজিৎ-স্তুতি। মমতা বললেন, ‘অরিজিৎ খুব ভালো গান গায়। তাঁকে জঙ্গীপুরে জমি অ্যাপ্রুভ করে দিয়েছি। কারণ অনেক বড় স্কুল থেকে শুরু করে, আরও অনেক কিছু করছে। আমরা খুশি, আমরা তাঁকে আগাম অভিনন্দ জানাই।’

Arijit Singh: অরিজিৎ এর প্রশংসায় পঞ্চমুখ মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু কেন? জানুন

Tapashili Morcha: ৯ দফা দাবিতে বিজেপি তপশিলি মোর্চার বিক্ষোভ ও ডেপুটেশন

জঙ্গিপুরে নিজের খরচে একটি হাসপাতাল তৈরি করতে চান সঙ্গীতশিল্পী অরিজিৎ সিংহ। পাশাপাশি স্কুলও তৈরির স্বপ্ন রয়েছে অরিজিতের। এই মহৎ উদ্দেশ্যে গায়কের পাশে দাঁড়াতে জমি দিয়ে সাহায্য করছে পশ্চিমবঙ্গ সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, সবরকমভাবে অরিজিতের পাশে দাঁড়ানোর। গায়কের জনহিতকর কাজে পাশে রয়েছে মা-মাটি-মানুষের সরকার এদিন সেই বার্তাই দিলেন মমতা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments