Monday, April 29, 2024
Homeশিলিগুড়িSukanta Majumder: দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ

Sukanta Majumder: দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছেই মুখ্যমন্ত্রীকে আক্রমণ

শিলিগুড়ি:-

দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।এদিন সকালে দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।এরপর বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন শেখ সাহজাহানকে গ্রেফতার করতে তৃণমূল পরিচালিত এই সরকার প্রথম থেকে চেষ্টা করেনি।গ্রেফতার করবেও বা কিভাবে তার কারণ হচ্ছে মমতা বন্দোপাধ্যায়ের নিজে বিধানসভায় দাড়িয়ে শেখ সাজাসানের সাফাই দিচ্ছে।এখনতো শেখ সাজাহান তাজমহল বানাচ্ছে তার সাম্রাজ্যে।তবে আমরা আন্দলনের মাধ্যমে এই সরকারকে বাধ্য করবো শেখ সাজাহানকে গ্রেফতার করতে।রাজ্য ভোটের আগে কেন্দ্রীয় বাহিনী আসছে সেই প্রসঙ্গে তিনি বলেন দেকুন রাজ্য নির্বাচন ভোট করেনা ভোট করেন কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার নিয়ম কানুন আছে।বাংলায় ভোট হলে হিংসা হয়।১লা মার্চ কে আজকে থেকেই কেন্দ্রীয় বাহিনী থাকা দরকার।মানুষের জীবন যাতে না যায় ভোট যেন শান্তিপূর্ণ হয়।এর পাশাপাশি তিনি আরও বলেন কংগ্রেসের অবস্থা এখন জাতীয় লেভেলে ডুবন্ত মানুষ যেমন খড়কুটো করে বাঁচার চেষ্টা করে সেই রকম কংগ্রেস কখনও তৃণমূল কংগ্রেস কখনও সিপিএম দুদিকেই যাচ্ছে।সাপের গালেও চুমু খাচ্ছে বাঙের গালেও চুমু খাচ্ছে।সন্দেশখালিতে পুলিশের কোন ভূমিকা নেই পুলিশ কালপিট।এই পুলিশ বাইকে করে তৃণমূল নেতাদের সাথে যেত মহিলা দেখার জন্য যে কোন মহিলা সুন্দরী।পরে রাতের বেলায় তুলে আনা হবে তৃণমূল নেতাদের কাছে।পুলিশ গেলে পরেই লোকজন ক্ষেপে যাচ্ছে। পুলিশ এখন না যায়াই ভাল।শেখ শাজাহানকে যদি গ্রেফতার না করতে পারে তাহলে ডিজি আর পিজি কি হবে।এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়ির উদ্দেশ্যে।জানা গিয়েছে যে এদিন তিনি বালুরঘাট যাবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments