Nadia News – সম্পত্তির লোভে মামাকে জীবন্ত মাটিতে পুঁততে গিয়ে প্রতিবেশীর হাতে ধরা পরল ভাগ্নে। ঘটনাটি ঘটে নদিয়ার রানাঘাট থানার কুপার্স ক্যাম্পের 4 নম্বর ওয়ার্ডে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভাগ্নে বিপুল মন্ডল দীর্ঘ প্রায় পাঁচ মাস ধরে ঘরের মধ্যে দড়ি দিয়ে মামা (মিন্টু শিকদারকে) বেঁধে বাইরে থেকে তালা বন্ধ করে রাখতেন। শুধু তাই নয় মামাকে অজ্ঞানের ওষুধ খাইয়ে এ দিন বাড়ির রান্না ঘরে মামার শরীর মাপে গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে রাখতে গেলে, প্রতিবেশীরা দেখে ফেলেন। তখনই প্রতিবেশীরা বাঁধা দেন ভাগ্নে বিপুল মন্ডল কে। পরে খবর দেওয়া হয় রানাঘাট থানায়। তড়িঘড়ি মামাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ ভাগ্নেকে আটক করে। এরপরই প্রতিবেশীরা ভাগ্নের শাস্তির দাবি তোলে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এই ঘটনায় রানাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
Nadia News সম্পত্তির লোভে মামাকে জীবন্ত মাটিতে পুঁততে গিয়ে প্রতিবেশীর হাতে ধরা পরল ভাগ্নে
কোচবিহারে প্রবল ঝড়ের ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও মেলেনি সরকারি সাহায্য, অভিযোগ বাসিন্দাদের
দীর্ঘ পুরনো গাছ কেটে বসানো হবে ল্যাম্পপোস্ট,নেই বনদপ্তর এর অনুমতি। বিতর্ক সাহেবগঞ্জে
চার ম্যাচে হারের পর অবশেষে আরসিবির বিরুদ্ধে জয়ের স্বাদ পেল চেন্নাই সুপার কিংস
More News – হু হু করে বাড়ছে পেট্রোপণ্যের দাম, আজ কলকাতায় পেট্রোলের কত?
টানা দুই সপ্তাহ অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম। আজ লক্ষ্মীবারে কলকাতা সহ দেশের অন্য কোনও মহানগরীতে দাম বাড়েনি পেট্রল-ডিজেলের। যার ফলে সামান্য স্বস্তি পেতেই পারেন দেশের সাধারণ নাগরিকেরা। যদিও, বাস্তবে পেট্রল-ডিজেলের যে দাম চলছে, সেই দামে স্বস্তির চেয়ে, অস্বস্তিই বাড়বে নাগরিকদের। কলকাতা সহ কোথাও দাম না বাড়লেও,কোনও শহরেই দামের পতন নেই। সব মিলিয়ে বেশ চিন্তায় দেশের সাধারণ মানুষ।
এই কথা সকলেই জানেন যে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে নাগাড়ে বাড়ে অন্য সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দর। ভারতেও সেই পরিস্থিতি দেখা দিয়েছে। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দর। পাতি লেবুর দর 250 টাকা কেজিতে গিয়ে ঠেকেছে। শুধু তাই নয়– অন্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী যেমন, সবজি-আলু-তেল কিংবা মুরগির মাংসের দরও বেশ বাডছে। সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের৷ Continue Reading