Thursday, April 25, 2024
Homeদেশহু হু করে বাড়ছে পেট্রোপণ্যের দাম, আজ কলকাতায় পেট্রোলের কত?

হু হু করে বাড়ছে পেট্রোপণ্যের দাম, আজ কলকাতায় পেট্রোলের কত?

টানা দুই সপ্তাহ অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম। আজ লক্ষ্মীবারে কলকাতা সহ দেশের অন্য কোনও মহানগরীতে দাম বাড়েনি পেট্রল-ডিজেলের। যার ফলে সামান্য স্বস্তি পেতেই পারেন দেশের সাধারণ নাগরিকেরা। যদিও, বাস্তবে পেট্রল-ডিজেলের যে দাম চলছে, সেই দামে স্বস্তির চেয়ে, অস্বস্তিই বাড়বে নাগরিকদের। কলকাতা সহ কোথাও দাম না বাড়লেও,কোনও শহরেই দামের পতন নেই। সব মিলিয়ে বেশ চিন্তায় দেশের সাধারণ মানুষ।

এই কথা সকলেই জানেন যে পেট্রল-ডিজেলের দাম বৃদ্ধির ফলে নাগাড়ে বাড়ে অন্য সমস্ত নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দর। ভারতেও সেই পরিস্থিতি দেখা দিয়েছে। দেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দর। পাতিলেবুর দর 250 টাকা কেজিতে গিয়ে ঠেকেছে। শুধু তাই নয়– অন্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী যেমন, সবজি-আলু-তেল কিংবা মুরগির মাংসের দরও বেশ বাডছে। সব মিলিয়ে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের৷

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দরের উপর দেশের বাজারে বৃদ্ধি পায় পেট্রল-ডিজেলের দর। দেশের সর্বোচ্চ ব্যাঙ্কিং সংস্থা Reserve Bank of India বা RBI জানিয়েছে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দর যদি ব্যারেল প্রতি 100 ডলারের বেশি হয়– তবে দেশে আরও দামি হবে দুধ থেকে সবজি।

আজ কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম 115.12 টাকা। লিটার প্রতি ডিজেল 99.83 টাকা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments