Dinhata Police – আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ। শনিবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে দিনহাটার গোসানিমারি মালিরহাট এলাকা থেকে ফিরোজ আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিনহাটা থানার পুলিশ বলে জানা যায়। ধৃত ওই ব্যক্তির কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড বুলেট উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে পুলিশ ওই স্থান থেকে ফিরোজ আলীকে গ্রেফতার করতে সক্ষম হলেও বাকিরা সেখান থেকে পালিয়ে যায়। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত শুরু করে দিয়েছে দিনহাটা থানার পুলিশ।
উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পরেই তৎপর হয়েছে কোচবিহার জেলা পুলিশ।ইতিমধ্যেই কোচবিহার জেলার একাধিক থানা সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুষ্কৃতী গ্রেফতার করা হয়েছে। এ দিন ফের একবার দিনহাটা গোসানিমারি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল দিনহাটা থানার পুলিশ।
Dinhata Police দিনহাটা পুলিশের প্রচেষ্টায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার এক ব্যাক্তি
জেলা পুলিশের ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে জয়ী দিনহাটা, ফাইনালে প্রতিদ্বন্দী সাহেবগঞ্জ
স্বনির্ভরতার লক্ষ্যে হাঁস, মুরগীর বাচ্চা ও সাইকেল বিতরণ প্রাণী সম্পদ বিকাশ ও মৎস্য দপ্তরের
পারিবারিক বিবাদের জেরে লাঠিসোটা নিয়ে দুই পরিবারের মধ্যে ব্যাপক সংঘর্ষ মাথাভাঙ্গায়
রাজ্যের পৌরসভার চেয়ারম্যানদের নামের চূড়ান্ত তালিকা, কে হচ্ছে আলিপুরদুয়ার এবং কোচবিহারে ?
চার চাকার গাড়ি চালানো শিখতে গিয়ে দুর্ঘটনার কবলে বাদাম বিক্রেতা ভূবন বাদ্যকর
পুলিশের এই নির্লজ্জ চরিত্র আমি দেখিনি। পদ্মরত্ন পাওয়ার জন্য উৎসাহী? প্রশ্ন মদন মিত্রের
More News – খাবারের খোঁজে সোজা রান্না ঘরের ভিতরে ঢুকল চিতা বাঘ, মালবাজারের ঘটনা
জানা গেছে, ক্রান্তি ব্লকের উত্তর খালপাড়া এলাকার বাসিন্দা অমল রায়। উনার স্ত্রী সুনীতি রায় গতকাল রাতে রান্না করার পর মেয়ের সাথে বিছানায় বসে ছিলেন। স্বামী বাড়ি ফেরার অপেক্ষায় ছিলেন। এদিকে সন্ধ্যা থেকে মেঘলা আকাশ ও হাওয়া থাকায় লোডশেডিং ছিল। সে সময় রাত আনুমানিক সাড়ে নয়টা নাগাদ সুনীতি দেবী খেয়াল করেন ঘরের ওপর প্রান্তে কিছু একটা লাফালাফি করছে। যেহেতু ঘরের অপর প্রান্তে ছাগল বেঁধে রেখেছেন তাই ছাগলটিকে দেখতে যান। এরপর দেখেন একটি চিতা বাঘের হাত থেকে বাচার চেষ্টা করছে ছাগলটি। তারপরে ঘর থেকে ভয়ে বেরিয়ে আসেন। এরপর চিৎকার চেচামেচি করলে প্রতিবেশীরা ছুটে আসেন এবং খবর দেওয়া হয় বন দপ্তরকে। Continue Reading