Friday, March 29, 2024
Homeকোচবিহারপুজোর আগেই নতুন চমক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার

পুজোর আগেই নতুন চমক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার


দীর্ঘ প্রায় ১১ বছর পরে নতুনভাবে চালু হলে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রিক্রিয়েশন ক্লাব।

একসময় এখান থেকেই কোচবিহারে সাহিত্যচর্চা শুরু হয়েছিল। কোচবিহার রাজা আমলে রমরমিয়ে চলত এই ক্লাবে সাহিত্যচর্চা। পরবর্তীতে বাম আমলে কোন এক অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায় এই ক্লাব। চেয়ারম্যান পদে দায়িত্ব নিলেন উদ্ধার করার সংকল্প গ্রহণ করেছিলেন চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। কথামতোই কাজ। শেষমেষ পুজোর আগে এই ক্লাবের উদ্বোধন কোচবিহারের সাহিত্য চর্চায় আরেকটি নতুন দিক খুলে দিল।
একই সাথে এদিন কোচবিহার -জয়গাঁ ভায়া পুন্ডিবাড়ি, সোনাপুর, চিলাপাতা,ওল্ড হাসিমারা রুটে বাস পরিষেবার সূচনা হয় এদিন। এবং সবুজের পথে হাতছানি পরিষেবায় ব্যবহৃত গাড়িটির নব আঙ্গিকের প্রদর্শন করা হয়। পার্থ প্রতিম রায় বলেন, আমরা ব্যবসায়িক আঙ্গিকে উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন সংস্থা কে প্রতিষ্ঠা করার চেষ্টা করছি। পর্যটকদের আকর্ষণ বাড়াতে এই ধরনের উদ্যোগ। আমরা চাই পর্যটনে যতটা সাফল্য উত্তরবঙ্গ দিতে পারবে তাতে যেন পর্যটকরা সারা প্রদান করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments