Uttorer Sangbad : আবার শিরোনামে দাবাড়ু রমেশবাবু প্রজ্ঞানন্দ (Chess player Pragyananda)। মঙ্গলবার রাতে নেদারল্যান্ডসের উইক আন জি-তে টাটা স্টিল মাস্টার্সে বিশ্ব চ্যাম্পিয়ন ডিং লিরেনকে হারিয়ে দিলেন তিনি। শুধু তাই নয়, পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দকে টপকে এখন তিনি ভারতের এক নম্বর দাবাড়ু। জীবনে প্রথম বার এই কীর্তি অর্জন করলেন তিনি। এই মুহূর্তে প্রজ্ঞানন্দের ফিডে রেটিং পয়েন্ট ২৭৪৮.৩। আনন্দের রেটিং পয়েন্ট ২৭৪৮। অর্থাৎ খুব সামান্য ব্যবধানে হলেও আনন্দের থেকে এগিয়ে রয়েছেন প্রজ্ঞানন্দ।
আনন্দের পর তিনিই প্রথম ভারতীয় যিনি ক্লাসিক্যাল দাবায় কোনও বিশ্ব চ্যাম্পিয়নকে হারালেন। কালো ঘুঁটি নিয়ে খেলতে নেমে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করেন প্রজ্ঞানন্দ। টাটা স্টিল দাবায় চার রাউন্ডে এটাই প্রজ্ঞানন্দের প্রথম জয়। আগের তিনটি রাউন্ডে ড্র করেন তিনি। কাকতালীয় হলেও, গত বছরও লিরেনকে এই প্রতিযোগিতাতে হারিয়েছিলেন প্রজ্ঞানন্দ। সেই সময় লিরেন বিশ্বের দু’নম্বর দাবাড়ু ছিলেন এবং ক্যান্ডিডেটস প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছিলেন।
Chess player Pragyananda: বিশ্বনাথন আনন্দকে টপকে এখন ভারতের এক নম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ
Indian cricket board: হার্দিকের উপর ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড? খুঁজছে বিকল্প
More News – মা হারালেন সায়নী ঘোষ, শোকে পাথর অভিনেত্রী
মাতৃ বিয়োগ হল অভিনেত্রী সায়নী ঘোষের (Actress Sayani Ghosh)। সোমবার বিকেলে শহরের এক হাসপাতালে প্রয়াত হয়েছেন সায়নীর মা সুদীপা ঘোষ। হাসপাতাল সূত্রে খবর, মূলত হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা। Continue Reading