Monday, April 29, 2024
Homeরাজ্যNishith Pramanik: দুই পরিবারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন নিশীথ প্রামাণিক

Nishith Pramanik: দুই পরিবারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন নিশীথ প্রামাণিক

Uttorer Sangbad : দিনহাটা: Nishith Pramanik মানব সেবাই ঈশ্বর সেবা। এই কথাটি আমরা সবাই জানি। সেই কথাই বাস্তবে রূপ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা কোচবিহারের সাংসদ নিশীথ প্রামানিক। বুধবার ১৭ই জানুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক এর জন্মদিন ছিল। তার নিজের জন্মদিনে বিকেলে নিজ বাড়িতে কৃষ্ণ ভক্তদের আবদারে বগনীরহাটে রাধা গোবিন্দ মন্দিরের জন্য রাজস্থান থেকে নিয়ে আসা রাধা কৃষ্ণের পাথরের মূর্তি তুলে দেন এবং সন্ধ্যায়
পেটলা রাজাখোড়ায় চিকিৎসার জন্য এক সংখ্যালঘু পরিবারকে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দুই লক্ষ টাকার অনুদান পত্র তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাস্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

পেটলা রাজাখোড়া এলাকার অসহায় সংখ্যালঘু পরিবারের এক শিশু সন্তান দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। সেই কারণে উন্নতমানের চিকিৎসার জন্য রোগে আক্রান্ত নাবালকের বাবার হাতে দুই লক্ষ টাকার চেক তুলে দেন নিশীথ প্রামানিক। পাশপাশি ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গা এলাকার প্রবীণ নাগরিকের চিকিৎসার জন্য লক্ষাধিক টাকার চেক প্রদান কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর। ডাঙ্গা এলাকার প্রবীণ নাগরিক কাশের আলী মিয়া দীর্ঘদিন থেকেই দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। সে কারণেই তার উন্নতমানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১ লক্ষ ১৯ হাজার টাকার অনুদান চেক তুলে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক।

Nishith Pramanik: দুই পরিবারের চিকিৎসায় পাশে দাঁড়ালেন নিশীথ প্রামাণিক

Chess player Pragyananda: বিশ্বনাথন আনন্দকে টপকে এখন ভারতের এক নম্বর দাবাড়ু প্রজ্ঞানন্দ

More News –  হার্দিকের উপর ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড? খুঁজছে বিকল্প

কয়েক দিন আগেও শোনা যাচ্ছিল, চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন তিনি। কিন্তু চোট পেয়ে দীর্ঘ দিন মাঠের বাইরে হার্দিক পাণ্ড্য। কবে ফিরবেন কেউ জানে না। হার্দিক বার বার চোট পাওয়ায় কি তাঁর উপর ভরসা হারাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড? সেই কারণে তাঁর বিকল্প তৈরিতে নজর দেওয়া হয়েছে। Continue Reading

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments