Tuesday, April 16, 2024
Homeআলিপুরদুয়ারডুয়ার্সে ফের হাতির হানা! রাতের বেলায় প্রসাদ খেতে এসে মৃত্যু এক ব্যক্তির

ডুয়ার্সে ফের হাতির হানা! রাতের বেলায় প্রসাদ খেতে এসে মৃত্যু এক ব্যক্তির

আলিপুরদুয়ার:

শুক্রবার রাতে আলিপুরদুয়ার বেংডাঙ্গীতে ছিল মহাকাল পূজা। বনবস্তি এলাকায় মানুষেরা মহাকালকে সন্তুষ্ট রাখতে এই পুজো করে থাকে । পুজো শেষে সকলে প্রসাদ বিতরণ করতে ব্যাস্ত আবার কেউ সেই প্রসাদ তৈরিতে। রাত ৮:৩০ নাগাদ আলিপুরদুয়ার ১ নং ব্লকের যোগেন্দ্র নগর এলাকায় বেংডাঙ্গী ফরেস্ট থেকে বেরিয়ে আসে মহাকাল অর্থাৎ হাতি। বস্তির এক প্রান্ত থেকে তাড়ানোর পর অন্য প্রান্তে আসে হাতিটি । এই মহাকাল পুজোর স্থানে আসে, তাকে দেখে সকলে প্রাণ রক্ষার জন্য ওই স্থান ছেড়ে পালিয়ে যায়। সেই সময় বিনোদ মল্লিক (বয়স ৪২) সেখানে হাতির সামনে পড়ে যান এবং তাকে পিষে মারে হাতিটি । সাথে সাথেই প্রাণ হারান তিনি । জানা যায়, হাতি বের হওয়ার পর থেকে বহু বার ফোন করা হয়ে বন বিভাগে, কিন্তু তাদের তরফে কোনো সদুত্তর পাওয়া যায়নি । যদি সঠিক সময়ে তারা আসতেন তাহলে এই দুর্ঘটনা হতোনা এমনি জানান স্থানীয়রা । দুর্ঘটনা ঘটার প্রায় ৩০ মিনিট পর আসেন বনদফতর। তারা আসার পর গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তারা। ঘটনা সামাল দিতে সোনাপুর পুলিশ ফাঁড়ির পুলিশ আসেন । ঘটনায় বিক্ষোভ বড় আকার ধারণ করায় সোনাপুর পুলিশ ফাঁড়ির বড় বাবু আসেন এবং JALDAPARA রেঞ্জ অফিসার আসেন । পরবর্তীতে বেংডাঙ্গী বিট বাবু অম্বরিশ চক্রবর্তী জানান, প্রথমে আমাদের কাছে খবর আসে হাতি টি লোকালয়ে প্রবেশ করে একজনের বাড়িতে হামলা করে এবং তার বাড়ি ঘর ভাঙ্গে । সেখানে আমরা যাই তার পর খবর আসে হাতি টি এই বস্তি তে এসেছে, ওই দিক থেকে বেরিয়ে এখানে আসতে এই দুর্ঘটনা ঘটে যায় । তবে আমরা সম্পূর্ণ চেষ্টা করবো সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেবার মৃত পরিবারের সদস্য দের ।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments