Monday, April 29, 2024
Homeরাজ্যPrimary Tet: ছেলে ও বাবা উভয়েই একসাথে দিলেন টেট পরীক্ষা

Primary Tet: ছেলে ও বাবা উভয়েই একসাথে দিলেন টেট পরীক্ষা

মুর্শিদাবাদ:
ছেলে ও বাবা উভয়েই টেট পরীক্ষার্থী। ২৪ ডিসেম্বর রাজ্যজুড়ে প্রাথমিক টেটের আয়োজন করা হয়েছিল। আর সেই টেট পরীক্ষায় বসলেন বাবা ও ছেলে দু’জনেই। মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার চাঁন্দড় গ্রামের দিলওয়ার হাসান ও তাঁর বাবা মোকাম্মেল হক উভয়েই এবার প্রাইমারির টেট পরীক্ষার্থী।

বর্তমানে বেকারত্ব মিটাতে চাকরির বাজারে এবার দেখা গেল অভিনব চিত্র। বাবা ও ছেলে একসঙ্গে বসে পরীক্ষা দিলেন প্রাথমিকের টেট। দিলওয়ার হাসান এমএ পাস করবার পরে D.L.ED পাঠরত এবং মোকাম্মেল হোসেন চাদর প্রাথমিক বিদ্যালয়ের প্যারা টিচার। দু’জনেই চাকরিপ্রার্থী। মোকাম্মেল হোসেন জানালেন, যে এর আগে বেশ কয়েকবার টেট পরীক্ষা তিনি দিয়েছেন সফল হতে পারেননি। এবার তিনি আশা রাখছেন সফল হবেন।

তিনি যেহেতু প্যারা টিচার তাই পূর্ণ সময়ের শিক্ষক হয়ে ওঠার লড়াই চলছে। অন্যদিকে, দিলওয়ার হাসান রেগুলার স্টুডেন্ট। তিনি আক্ষেপের সুরে বললেন, ‘প্রতি বছর নিয়ম করে যদি পরীক্ষা হত তাহলে বাবাকে হয়তো এই দিন দেখতে হত না। বাবার চাকরিটা হয়ে গেলে হয়তো আমি একটু ভাল জায়গায় পৌঁছতে পারতাম।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments