Monday, May 6, 2024
Homeকোচবিহার৪৫ লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ, গ্রেফতার ১

৪৫ লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ, গ্রেফতার ১

আবারো কোচবিহার জেলা পুলিশের বড় সাফল্য। দিনহাটায় পাচারের আগে প্রায় ২১ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করল কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে ধলুয়া বাড়ি সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বেনারস থেকে আসা দিনহাটা মুখে একটি ট্রাককে আটক করে কোতোয়ালি থানার পুলিশ। এরপরেই পুলিশ ওই টাকার ভিতরে দেখতে পায় পশু ক্ষেত্র রয়েছে এবং তার আড়ালেই পাচার করা হচ্ছিলো ফেনসিডিল। সেখান থেকেই পুলিশ ট্রাকটিকে আটক করার পাশাপাশি ওই ট্রাকের চালককেও গ্রেফতার করে। অভিযুক্ত ওই ট্রাক চালকের নাম অনিল কুমার যাদব। বৃহস্পতিবার দুপুরে কোচবিহার কোতোয়ালি থানায় সাংবাদিক বৈঠক করে বিষয়টি জানান কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুমার সানি রাজ। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের বিশেষ দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে। পাশাপাশি একজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ট্রাকটিতে ২১০ টি প্যাকেটে ফেনসিডিল রাখা ছিল। সেই প্যাকেটগুলো থেকে ২১ হাজার ফেনসিডিল উদ্ধার হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা। এদিকে পুলিশ ওই ট্রাক চালককে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে এই ফেনসিডিলগুলো দিনহাটায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তবে সে কার কাছে সেই ফেনসিডিল গুলি দিতে যাচ্ছিল সেই তথ্য পেয়েছে পুলিশ তবে তদন্তের স্বার্থে সেই ব্যক্তির নাম প্রকাশ্যে আনেননি পুলিশ কর্তারা। ইতিমধ্যেই ওই ব্যক্তির খোঁজে তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ বলে জেলা পুলিশের আধিকারিক জানিয়েছেন। প্রসঙ্গত বেশ কিছুদিন আগে দিনহাটা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করে। তারপরে আরো একবার কোচবিহার জেলা পুলিশের কোতোয়ালি থানা বড়োসড়ো সাফল্যের মুখ দেখল ফেনসিডিল উদ্ধার করে। ইতিমধ্যেই এই গোটা ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে এবং চক্রের কারা জড়িত রয়েছে তাদের চিহ্নিতকরণের কাজ চলছে এমনটাই জানা গিয়েছে জেলা পুলিশ সূত্রে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments