Thursday, May 2, 2024
Homeদেশ৩০৭টি মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করল যোগী সরকার

৩০৭টি মাদ্রাসাকে বেআইনি ঘোষণা করল যোগী সরকার

রাজ্যের ৩০৭টি মাদ্রাসাকে (Madrasa) বেআইনি ঘোষণা করল যোগী সরকার। ওই মাদ্রাসাগুলি একাধিক সরকারি বিধি লঙ্ঘন করায় তাদের বেআইনি ঘোষণা করা হয়েছে, জানিয়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বিজেপি (BJP) সরকার। বেআইনি ঘোষিত মাদ্রাসাগুলির মধ্যে রয়েছে ইসলামিক শিক্ষাকেন্দ্র দারুল উল্লাম। মাদ্রাসগুলির প্রশাসনিক সমীক্ষার পরেই সরকারি সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে।

মাদ্রাসাগুলির যাবতীয় তথ্য খতিয়ে দেখার পরেই জেলা প্রশাসন রিপোর্ট দেয় সরকারকে। জেলার এক উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিক ভরত লাল গোন্দ বলেন, “সমীক্ষায় আমরা দেখেছি ৩০৬টি মাদ্রাসা বেআইনি। তার মধ্যে দারুল উল্লমও রয়েছে। ফলে তাদের সমস্ত সরকারি সুবিধা বন্ধ করে দেওয়া হবে।” ভরত আরও জানান, মাদ্রাসাগুলির কার্যক্রম, কারা তা পরিচালনা করেন এবং তাদের আয়ের উৎস খতিয়ে দেখেছে জেলা প্রশাসন, এরপরই সিদ্ধান্ত হয়েছে। অভিযোগের ভিত্তিতেই মাদ্রাসাগুলি নিয়ে খোঁজখবর করা হয় বলেও জানা গিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments