Friday, April 26, 2024
Homeআন্তর্জাতিক২ বছরের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ব্যান হলেন ডোনাল্ড ট্রাম্প

২ বছরের জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ব্যান হলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিকঃ
ফের ব্যান করা হল ডোনাল্ড ট্রাম্পকে। এবার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হল। আগামী দু বছর ফেসবুক এবং ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারবেন না তিনি। ২০২৩ সালের ৭ জানুয়ারি পর্যন্ত জারি থাকবে এই সাসপেনশন। এমনটাই ঘোষণা করল ফেসবুক কর্তৃপক্ষ।

দু’বছর পর রিভিউ বৈঠকে বসবে ফেসবুক কর্তৃপক্ষ। সে ক্ষেত্রে যদি কর্তৃপক্ষের মনে হয় ‘জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমেছে’ তবেই ট্রাম্পকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি পুনরায় ব্যবহার করার অনুমতি দেওয়া হতে পারে।

জানা গিয়েছে, গত ৬ জানুয়ারি ক্যাপিটলে বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে বিবৃতি দেওয়ার জেরেই তাঁর উপর এই নিষেধাজ্ঞা জারি করেছে মার্ক জুকারবার্গের সংস্থা। কোম্পানির ওয়েবসাইটে ব্লগ পোস্ট এমনটাই জানিয়েছে ফেসবুক। এর আগেও ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়েছিল। প্রেসিডেন্ট নির্বাচন পর্বে তাঁর উস্কানিমূলক মন্তব্যের জেরেই তাঁর অ্যাকাউন্ট সাময়িক সাসপেন্ড করা হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments