Thursday, May 2, 2024
Homeখেলাধূলাআন্তর্জাতিক গোল এর দিক থেকে মেসিকে টপকে গেলেন সুনীল ছেত্রী

আন্তর্জাতিক গোল এর দিক থেকে মেসিকে টপকে গেলেন সুনীল ছেত্রী

খেলাধূলাঃ
আন্তর্জাতিক গোল পরিসংখ্যান এর দিক থেকে আর্জেন্টিনার লিওনেল মেসিকে টপকে গেলেন ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী। আর সেইসঙ্গে গড়লেন এক নয়া ইতিহাস। বাংলাদেশকে ২-০ গোলে পরাস্ত করে ভারতীয় ফুটবল দল। এই ম্যাচে দুটো গোলই করেন সুনীল ছেত্রী। এই ম্যাচে খেলতে নামার আগে মেসি এবং সুনীল দুজনেই ৭২ গোলে দাঁড়িয়ে ছিলেন। তবে আজ জোড়া গোল করার পরে সুনীলের গোল সংখ্যা ৭৪ হয়ে যায়। তবে শুধুমাত্র মেসিই নন, তিনি সৌদি আরবের মাজেদ আবদুল্লা (৭২) এবং সংযুক্ত আরব আমিরশাহীর আলি মাবখাউতকেও (৭৩) টপকে যান। হতে পারে ২০২২ ফিফা বিশ্বকাপের দৌড় থেকে ছিটকে গেছে ভারত। তবে সুনীলের এই কৃতিত্ব ভারতের ফুটবল ইতিহাসে যে সোনার অক্ষরে লেখা থাকবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আন্তর্জাতিক গোলের পরিসংখ্যানে সবথেকে এগিয়ে রয়েছেন ইরানের আলি দায়েই। তিনি ১৪৯টি ম্যাচে ১০৯টি গোল করেছেন। তবে ২০০৬ সালে তিনি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে যাঁরা বিশ্ব ফুটবল দাপিয়ে বেড়াচ্ছেন, তাঁদের মধ্যে অন্যতম হলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি ১৭৪টি ম্যাচে ১০৩ গোল করেন। ফলে একথা বলা যেতেই পারে যে পর্তুগাল অধিনায়কের ঠিক পরেই রয়েছেন ভারতের সুনীল ছেত্রী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments