Wednesday, May 1, 2024
Homeনিউজ ডেস্কহার্শল প্যাটেলের হ্যাটট্রিক! মুম্বাই ইন্ডিয়ান্সকে দুরমুশ করল বিরাট বাহিনী

হার্শল প্যাটেলের হ্যাটট্রিক! মুম্বাই ইন্ডিয়ান্সকে দুরমুশ করল বিরাট বাহিনী

নিউজ ডেস্ক:
হ্যাটট্রিক স্পেল করার পাশাপাশি তিনি চারটে উইকেট শিকার করেছেন। আর এমন একটা ম্যাজিক স্পেলের দৌলতেই মুম্বই ইন্ডিয়ান্সকে ৫৪ রানে পরাস্ত করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। IPL 2021 মরশুমের দ্বিতীয় পর্বে এই প্রথম জয়লাভ করল বেঙ্গালুরু। খুব স্বাভাবিকভাবেই অত্যন্ত খুশি অধিনায়ক বিরাট কোহলি।

এই প্রথমবার IPL টুর্নামেন্টের দুটো লেগেই মুম্বই ইন্ডিয়ান্সকে পরাস্ত করল কোহলি ব্রিগেড। আজকের জয় যে কোহলি ব্রিগেডকে অনেকটাই স্বস্তিতে রাখবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। আপাতত ১২ পয়েন্ট ঝুলিতে নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্রিগেড। প্রথম লেগে বিরাটরা যেভাবে পারফর্ম করছিলেন, তাতে চলতি টুর্নামেন্টে তাঁদের শিরোপা জয়ের অন্যতম দাবিদার বলেই ধরা হয়েছিল। কিন্তু, সংযুক্ত আরব আমিরশাহীতে পরপর দুটো ম্যাচ হারার পর কোহলিকে যথেষ্ট সমালোচনার মুখে পড়তে হয়। অন্যদিকে ১০ ম্যাচের মধ্যে মাত্র চারটেয় জয় লাভ করেছে মুম্বই ইন্ডিয়ান্স। আট পয়েন্ট নিয়ে তারা আপাতত টেবিলের সপ্তম স্থানে রয়েছে। এই জায়গা থেকে প্রথম চারের মধ্যে আসা রোহিতদের কাছে যে যথেষ্ট চাপের হবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আজ টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়ক রোহিত শর্মা। ব্যাট হাতে আজ আরও একবার জ্বলে উঠলেন বিরাট কোহলি। ৪২ বলে ৫১ রান করলেন তিনি। পাশাপাশি গত দু’ম্যাচে দলের মিডল অর্ডারের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে যে কথাবার্তা চলছিল, সেই সবকিছুই আজ চুপ করিয়ে দেন গ্লেন ম্য়াক্সওয়েল। তিনিও ৩৭ বলে ৫৬ রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। মুম্বইয়ের হয়ে তিনটে উইকেট শিকার করেছেন জসপ্রীত বুমরাহ। এছাড়া একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট, অ্যাডাম মিলনে এবং রাহুল চাহার।

শুরু হয় মুম্বইয়ের ব্যাটিং। শুরুটা বেশ ভালোই করেছিলেন রোহিত শর্মা এবং কুইন্টন ডি কক। পাওয়ার প্লে চলাকালীন বিনা উইকেটে ৫৬ রান তুলে ফেলে মুম্বই। কিন্তু রোহিত শর্মা (৪৩) এবং কুইন্টন ডি কক (২৪) ফিরতেই একেবারে তাসের ঘরের মতো ভেঙে পড়ে মুম্বই ব্রিগেড। সবথেকে বড় কথা আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রান স্পর্শ করতে পারেনি। তবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের উপরি পাওনা ছিল হর্ষল প্যাটেলের বোলিং। পরপর তিন বলে হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ড এবং রাহুল চাহারের উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক করেন তিনি। সেইসঙ্গে মুম্বইয়ের কফিনেও শেষ পেরেকটা পুঁতে দেন। তবে ম্যাচের সেরা ঘোষণা করা হয় গ্লেন ম্যাক্সওয়েলকে। তিনি হাফসেঞ্চুরির পাশাপাশি জোড়া উইকেটও শিকার করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments