Thursday, April 25, 2024
Homeখেলাধূলাশেষ ওভারে টানটান উত্তেজনা! কেকেআর কে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সিএসকে

শেষ ওভারে টানটান উত্তেজনা! কেকেআর কে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে সিএসকে

নিউজ ডেস্ক:
আবু জায়েদ স্টেডিয়ামে একেবারে টানটান উত্তেজনায় শেষ হল চেন্নাই সুপার কিংস বনাম কলকাতা নাইট রাইডার্স ম্যাচ। আজ নিজেদের জয়ের ধারা একদিকে যেমন বহাল রাখল চেন্নাই সুপার কিংস। তেমনই দ্বিতীয় পর্বের প্রথম দুটো ম্যাচ জিতলেও আজ ২ উইকেটে হারতে হল কলকাতা নাইট রাইডার্সকে। তবে এই জয়ের জন্য চেন্নাইয়ের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে আলাদা করে কৃতিত্ব দিতেই হবে। তিনি ৮ বলে ২২ রান করেছেন। আর সেই দৌলতেই একেবারে শেষ বল পর্যন্ত গড়াল ম্যাচের ভাগ্য। IPL টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে এই নিয়ে টানা তিনটে ম্যাচে জয়লাভ করল চেন্নাই সুপার কিংস। সেইসঙ্গে আরও একবার পয়েন্ট তালিকার শীর্ষে উঠলেন ধোনিরা। চেন্নাইয়ের ঝুলিতে আপাতত ১৬ পয়েন্ট রয়েছে।

আজ টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা নাইট রাইডার্স দলের অধিনায়ক ইয়ন মরগ্যান। আজকের উইকেট যথেষ্ট স্লো ছিল। ফলে নির্ধারিত ২০ ওভারে ১৭১ রান তোলা খুব একটা সহজ কাজ ছিল না। চেন্নাই শুরু থেকেই কলকাতাকে চাপে রাখলেও দীনেশ কার্তিক শেষবেলায় কলকাতা নাইট রাইডার্সের রানের গ্রাফটা একধাক্কায় অনেকটা উপরের দিকে তুলে দিয়েছিলেন। তিনি ১১ বলে ২৬ রান করেছিলেন। এছাড়া রাহুল ত্রিপাঠী ৩৩ বলে ৪৫ রান করেছিলেন।

এরপর শুরু হয় চেন্নাই সুপার কিংসের ব্যাটিং। কলকাতার তুলনায় চেন্নাইয়ের শুরুটা অবশ্য বেশ ভালোই হয়েছিল। ২৮ বলে ৪০ রান করেন ঋতুরাজ গায়কোয়াড়। দলের অপর ওপেনার ফাফ ডু প্লেসি ৩০ বলে ৪৩ রান করেছিলেন। দলের মিডল অর্ডারের ব্যাটিং ব্যর্থতায় শেষের দিকে যথেষ্ট সমস্যায় পড়তে হয়েছিল ধোনি ব্রিগেডকে। সেই জায়গায় দাঁড়িয়ে চেন্নাইয়ের ইনিংস জাদেজাকে অনেকটাই অক্সিজেন দিয়েছে। শেষপর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭২ রান তোলে চেন্নাই সুপার কিংস।

ম্যাচের শেষে মহেন্দ্র সিং ধোনি বললেন, ‘একটা অসাধারণ জয় আমরা ছিনিয়ে আনলাম। অনেক সময় ভালো খেললেও কোনও ম্যাচ হাতছাড়া হয়ে যায়। আবার অনেকসময় ভালো না খেলেও, শেষপর্যন্ত জয়লাভ করা যায়। আজ আমরা তেমনই ম্যাচ জিতলাম।’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments