Saturday, April 27, 2024
Homeউত্তর দিনাজপুরসোনাপুর পঞ্চায়েতের টাটু সিংহ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদান

সোনাপুর পঞ্চায়েতের টাটু সিংহ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ভ্যাকসিন প্রদান

নিজস্ব সংবাদদাতা:
উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের চোপড়ার দোলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নতুন উদ্যোগ স্কুলে স্কুলে ভ্যাকসিন প্রদান। বিগত দিনে চোপড়া দলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে এসে নানান ঝামেলায় পড়তে হত ভ্যাকসিন গ্রাহকদের। অনেক সময় চোপড়া দোলুয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দালাল চক্রের মাধ্যমে ভ্যাকসিন কিনতে হয়েছিল বলে অভিযোগ ওঠে। ভ্যাকসিন নেওয়ার জন্য রাত তিনটা থেকে লাইনে দাঁড়িয়ে থাকতে হতো গ্রাহকদের। সকাল ৭ টার সময় লাইনে দাড়ালে সকাল ১০ টা হলে সোনা যেত কুপন শেষ। তাই সেই ব্যাক্তিদের ফিরে যেতে হতো বাড়িতে। অনেক সময় ভ্যাকসিন নিতে এসে রাস্তা অবরোধের ঘটনার সামিল হয় চোপড়ার বাসিন্দারা। এই সমস্ত ঘটনা খতিয়ে দেখে স্কুলে স্কুলে ভ্যাকসিন প্রদান করার কথা ঘোষণা করা হয় চোপড়া ব্লক দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে। তাই আজ সোনাপুর পঞ্চায়েতের টাটু সিংহ স্মৃতি উচ্চ বিদ্যালয়ে ভ্যাকসিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ প্রদান করা হয়। আশা কর্মীরা জানান যে ২০টি কুপন প্রথম ডোজ এবং ২০টি কুপন দ্বিতীয় ডোজের জন্য আমাদেরকে বাড়িতে গিয়ে দিয়ে আসার কথা জানায়। সেই কথা মতোই আমরা বাড়িতে গিয়ে কুপন দিয়ে আসি। এইভাবে ভ্যাকসিন প্রদান করলে বিগত দিনের তুলনায় অনেক সুবিধা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments