Saturday, April 27, 2024
HomeBreaking newsসুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন দীপঙ্কর দত্ত

সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন দীপঙ্কর দত্ত

বম্বে হাইকোর্টের (Bomby High Court) প্রধান বিচারপতি (Chief Justice) দীপঙ্কর দত্ত (Dipankar Datta) সুপ্রিম কোর্টের বিচারপতি হতে চলেছেন। দেশের প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের (U U Lalit) নেতৃ্ত্বাধীন সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Collegium) গত ২৬ সেপ্টেম্বর এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে। কলকাতা হাইকোর্টের সিনিয়র বিচারপতি দীপঙ্কর দত্ত ২০২০ সালের ২৮ এপ্রিল বম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি হন। এবার তিনি দেশের শীর্ষ আদালতের বিচাপতি হচ্ছেন। কেন্দ্রীয় সরকার এই মর্মে অনুমোদন দিয়ে বিজ্ঞপ্তিও জারি করেছে। 

বিচারপতি দীপঙ্কর দত্তের জন্ম ১৯৬৫ সালের ৯ ফেব্রুয়ারি। ১৯৮৯ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় (University of Calcutta) থেকে তিনি এলএলবি ডিগ্রি (LLB Degree) নেন। সেই বছরই তিনি আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। সুপ্রিম কোর্ট (Supreme Court) ও হাইকোর্টে তিনি বহু সাংবিধানিক এবং দেওয়ানি মামলা লড়েছেন। 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments