Tuesday, April 30, 2024
HomeBreaking news৪ এপ্রিল কোচবিহারে নির্বাচনী প্রচারে আসছেন নরেন্দ্র মোদি

৪ এপ্রিল কোচবিহারে নির্বাচনী প্রচারে আসছেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক: নজরে লোকসভা নির্বাচন! দেশ জুড়ে ৭ দফার মধ্যে বাংলায় প্রথম দফায় ভোট হচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। কোচবিহারের হেভিওয়েট বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক এর সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চৌঠা এপ্রিল কোচবিহার রাসমেলা ময়দানে তিনি সভা করবেন বলে সূত্রের খবর। মোদির আগমন বার্তা শুনেই ইতিমধ্যেই উচ্ছ্বসিত বিজেপি কর্মী সমর্থকরা। লোকসভা ভোটের মুখে প্রধানমন্ত্রীর কোচবিহার সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। এছাড়াও কোচবিহারে স্বরাষ্ট্রমন্ত্রীর সফর রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে কোচবিহার কে পাখির চোখ করে বেশ কয়েকটি সভা করবেন অভিষেক এবং মমতাও।
সব মিলিয়ে কোচবিহারের সিট দখল করতে মরিয়া বিজেপি তৃণমূল। তবে লোকসভার মুখে প্রধানমন্ত্রীর সফর খুবই তাৎপর্যপূর্ণ, এই সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে।

উল্লেখ্য ২০১৯ সালেও বিজেপি প্রার্থীর প্রচারে কোচবিহারে এসেছিলেন মোদী। সেবছরই কোচবিহার লোকসভা আসন বিজেপির দখলে যায়। ৫৪ হাজার ভোটে জয়লাভ করেন নিশীথ প্রামাণিক। কোচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিককে মন্ত্রিসভায় ঠাই দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। পুনরায় কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন নিশীথ প্রামাণিক, প্রধান প্রতিপক্ষ বলতে গেলে সিতাইয়ের বিধায়ক জগদীশ বসুনিয়া।
কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে নানান অভিযোগ তুলে প্রচারে নামলেও দেশজুড়ে মোদির উন্নয়নকে হাতিয়ার করেছে বিজেপি। আগামী চৌঠা এপ্রিল কোচবিহারে মোদীর সভা ঘিরে এখন প্রস্তুতি জোর কদমে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments