Saturday, April 20, 2024
Homeরাজনীতি'ত্রিপুরায় কোনও খেলা হবে না', বললেন লকেট চ্যাটার্জি

‘ত্রিপুরায় কোনও খেলা হবে না’, বললেন লকেট চ্যাটার্জি

নিউজ ডেস্কঃ
ত্রিপুরা ইস্যুতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ লকেট চট্টোপাধ্যায়ের। BJP নেত্রীর হুঁশিয়ারি, ‘ত্রিপুরায় কোনও খেলা হবে না।’ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় হিংসার রাজনীতি করেন, সেই রাজনীতি ত্রিপুরায় (Tripura) আমদানি চলবে না। এমনই মন্তব্য এদিন করেন লকেট। তাঁর কথায়, ‘যদি ২০২৪ বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের মুখ হয়, তবে সেই লড়াইটা হবে আদর্শ বনাম হিংসার লড়াই। প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আদর্শ একজন মানুষের সামনে হিংসার কোনও স্থান নেই।’

লকেটের গলায় শোনা যায় ‘খেলা হবে’র পালটা স্লোগান। তিনি বলেন, ‘খেলা হবের অর্থ ৬০ জন দলীয় কর্মীর মৃত্যু। খেলা হবের অর্থ এক লাখ BJP কর্মীর ঘরছাড়া হওয়া। খেলা হবের অর্থ মা-বোনেদের ধর্ষণ। বাংলায় যদি খেলা হবের এটাই অর্থ হয়, তবে ত্রিপুরায় কোনও খেলা হবে না। ত্রিপুরায় বিকাশ হবে।’ এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর নিয়েও কটাক্ষ করেন লকেট চট্টোপাধ্যায়। তিনি বলেন, ‘বারবার তিনি দিল্লিতে আসেন আর খালি হাতে ফিরে যান।’

পুরভোটের আগে উত্তপ্ত ত্রিপুরা। আগরতলার হোটেলে পুলিশি হানার অভিযোগ তোলে তৃণমূল। এরপরই রবিবার বিকেলে গ্রেফতার করা হয় তৃণমূল যুব সভানেত্রী সায়নী ঘোষকে। রাতেই আগরতলার উদ্দেশ্যে রওনা হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু, বাতিল হয় তাঁর বিমান। সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও তৃণমূল কর্মীদের নিরাপত্তা নেই। এই মর্মে সুপ্রিম কোর্টের কাছে আবেদন তৃণমূল কংগ্রেসের। আবেদন গৃহীত শীর্ষ আদালতে। মঙ্গলবার মামলার শুনানি। ত্রিপুরার আঁচ রাজধানীতে। নর্থব্লকের সামনে অবস্থান বিক্ষোভে তৃণমূল সাংসদেরা। অবশেষে তাঁদের সঙ্গে সাক্ষাতে রাজি হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিক্ষোভকারী তৃণমূল সাংসদদের সঙ্গে ত্রিপুরা ইস্যুতে বৈঠক করেন অমিত শাহ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments