Sunday, April 28, 2024
Homeধুপগুড়িসামাজিক দায়িত্ব পালনে অটুট ধূপগুড়ি প্রেসক্লাবের সাংবাদিক সদস্যরা

সামাজিক দায়িত্ব পালনে অটুট ধূপগুড়ি প্রেসক্লাবের সাংবাদিক সদস্যরা

সৃঞ্জয় দাস ধুপগুড়ি : সাংবাদিকরা যে শুধু খবর করে তা নয়, সামাজিক দায়িত্ব পালন করে। তা আরো একবার প্রমানিত। শহর জুড়ে মাস্ক বিহীন লোকেদের মধ্যে মাস্ক এবং স্যানিটাইজার বিতরণ করলেন ধূপগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক সদস্যরা। সেইসাথে সচেতনতা মূলক প্রচার চালান তারা। এই করোনা অতিমারির সময়ে বিভিন্ন ভাবে সচেতনতা মূলক প্রচার চালাচ্ছেন তারা।সংবাদ করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি ক্যামেরাবন্দি করে থাকেন। আর সেই থেকেই তাদের উপলব্ধ করেন একটা শ্রেণীর মানুষ যারা অর্থের অভাবে মাস্ক কিনতে পারছেন না, একটি মাস্ক কে দীর্ঘদিন ব্যবহার করছেন । দিন আনে দিন খায়। সেই সমস্ত দিনমজুর খেটে খাওয়া মানুষদের কথা ভেবেই মঙ্গলবার ধূপগুড়ি সুপার মার্কেট মোড়ে ধূপগুড়ি প্রেস ক্লাবের তরফ থেকে প্রায় দুশো মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয় । সেইসাথে পথচলতি সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের করোনা বিষয়ে সচেতন করা। প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনো, সামাজিক দূরত্ব বজায় রাখা, সেইসাথে সরকারি বিধিনিষেধ মেনে চলার প্রচার চালান তারা।

ধূপগুড়ি প্রেসক্লাবের সম্পাদক সপ্তর্শি সর্কার বলেন,সাংবাদিক সদস্যরা শহরজুড়ে আগে থেকেই সচেতনতা মূলক প্রচার খবর এর মাধ্যমে চালিয়ে আসছে। তবে এবার রাস্তায় নেমে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি মাস্ক বিতরন এবং হ্যান্ড স্যানিটাইজার সাধারণ মানুষের হাতে তুলে দিলাম এবং তাদেরকে অনুরোধ করলাম প্রয়োজন ছাড়া যাতে মানুষ বাইরে না বের হন। আমাদের এই ধরনের সামাজিক কাজ চলতেই থাকবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments