Tuesday, April 30, 2024
Homeরাজ্যআলাপন বন্দ্যোপাধ্যায়কে এবার শোকজ নোটিশ দিল কেন্দ্র,তিন দিনের মধ্যে দিতে হবে উত্তর

আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবার শোকজ নোটিশ দিল কেন্দ্র,তিন দিনের মধ্যে দিতে হবে উত্তর

রাজ্যঃ
মুখ্যসচিব পদে অবসর নেওয়ার পরও আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ করল কেন্দ্র। আলাপন বন্দ্যোপাধ্যায়কে এবার শোকজ নোটিশ দিল কেন্দ্র। জানা যাচ্ছে, বিপর্যয় মোকাবিলা আইনে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। তিনদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে অনুপস্থিতির জন্য নোটিশ বলে জানা গিয়েছে।সূত্রের খবর, রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে চার্জশিটও দিতে পারে মোদী সরকার।

উল্লেখ্য, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলির নির্দেশ দেয় কেন্দ্র সরকার। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মুখ্যসচিব পদে তিন মাসের জন্য আলাপনের মেয়াদ বাড়িয়েছিল রাজ্য সরকার। এ নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে চিঠি চালাচালি হয়।রাজ্যের মুখ্যসচিবকে দিল্লিতে ডেকে পাঠানোর নির্দেশ প্রত্যাহারের জন্য শনিবারই অনুরোধ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী, আপনার পা ধরতেও রাজি। এই নোংরা খেলা খেলবেন না’। রবিবারই নবান্ন সূত্রে পাওয়া খবরে স্পষ্ট হয়ে গিয়েছিল মুখ্যসচিবকে দিল্লি যাওয়ার জন্য ছাড়পত্র দিচ্ছে না রাজ্য সরকার। তাতেই সিলমোহর পড়ে সোমবার প্রধানমন্ত্রীকে লেখা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠিতে।এদিকে, সোমবার অবসর নেওয়ার দিন ছিল আলাপনবাবুর। শেষ পর্যন্ত রাজ্য-কেন্দ্র টানাপোড়ের আবহেই অবসর নেন আলাপনবাবু।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments