Saturday, April 27, 2024
HomeBreaking newsশুরু হয়েছে রমজান মাস, ফলের দাম আগুন

শুরু হয়েছে রমজান মাস, ফলের দাম আগুন

ময়নাগুড়ি, ১৭ মার্চ : মুসলিমদের একটি অন্যতম ধর্মীয় অনুষ্ঠান হল রমজান মাস। এই সময় তারা বিভিন্ন ধরনের ফল আহার করেন। আর এই সময় বাজারে ফলের চাহিদা থাকে তুঙ্গে। ফলে স্বাভাবিকের থেকে ফলের দাম অনেকটা বেড়েছে। শুধুমাত্র খুচরো দোকানে এর দাম বৃদ্ধি হয়েছে এমনটা নয়, দাম পাইকারী হিসাবেও অনেক বেড়েছে। তাই খুচরো দোকানে ফলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ঘটেছে। যার জেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। এই বিষয়ে জাভেদ ইসলাম নামের এক ব্যক্তি বলেন, ” রমজান মাস চলছে তাই বাজারে ফলে কিনতে এসেছিলাম। বাজারে এসে দেখি ফলের অনেক দাম বেড়েছে।” এই বিষয়ে ফল বিক্রেতা সুজন দে বলেন,” এই সময় ফলের চাহিদা বেশি থাকে। ফলে একটু দাম বেড়েছে ফলের। পাইকারী দাম অনেক বেশি তাই খুচরো ফলেরও দাম বেড়েছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments