Wednesday, April 24, 2024
Homeখেলাধূলামহেন্দ্র সিং ধোনির রেকর্ড টপকে গেলেন বিরাট কোহলি, পড়ুন

মহেন্দ্র সিং ধোনির রেকর্ড টপকে গেলেন বিরাট কোহলি, পড়ুন

Uttorer Sangbad:- শনিবার মহেন্দ্র সিং ধোনির টেস্ট অধিনায়কত্বের রেকর্ড টপকে গেলেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। আজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ খেলতে নেমেছে ভারত। আর এই ম্যাচটা অধিনায়ক কোহলির কেরিয়ারে ৬১তম ম্যাচ হিসেবে পরিগণিত হবে।

২০১৪ সালের ডিসেম্বর মাসে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেন বিরাট কোহলির পূর্বসূরী মহেন্দ্র সিং ধোনি। তিনি ৬০টি টেস্ট ম্যাচে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন। চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনাল ম্যাচে অধিনায়ক হিসেবে ৬১ তম ম্যাচ খেলছেন বিরাট কোহলি। অন্যদিকে এশিয়া মহাদেশের মধ্যে সবথেকে দীর্ঘতম সময় কোনও ক্রিকেট দলকে টেস্ট ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার তালিকায় বিরাট কোহলি এগিয়ে রয়েছে। ইতিপূর্বে শ্রীলঙ্কাকে অর্জুনা রণতুঙ্গা এবং পাকিস্তানের মিসবা-উল-হক ৫৬টি করে ম্যাচে নিজেদের দেশের ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন।

মহেন্দ্র সিং ধোনির রেকর্ড টপকে গেলেন বিরাট কোহলি, পড়ুন

মহেন্দ্র সিং ধোনির রেকর্ড টপকে গেলেন বিরাট কোহলি, পড়ুন

তবে টেস্ট ক্রিকেট ইতিহাসে দীর্ঘতম অধিনাকত্বের তালিকায় বিরাট কোহলি আপাতত ষষ্ঠ স্থানে রয়েছেন। এই তালিকায় সবার ওপরে রয়েছেন গ্রেম স্মিথ। তিনি দক্ষিণ আফ্রিকাকে ১০৯টি টেস্ট ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। একমাত্র স্মিথ ছাড়া আর কেউ টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে ১০০ ম্যাচের মাইলফলক স্পর্শ করতে পেরেছেন। এরপর রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার (৯৩) এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তী অধিনায়ক স্যার ক্লাইভ লয়েড (৭৪)।

অনান্য খবর- মাধ্যমিক পরীক্ষায় বসতে চেয়ে স্কুলে তালা মেরে বিক্ষোভ আমডাঙ্গায়

পরের খবর – গান্ধীজীকে কালো চশমা পরিয়ে উত্তম-মধ্যম খেলো এক ব্যক্তি, বর্ধমানের ঘটনায় তোলপাড়

গান্ধীজির চোখে সানগ্লাস! এই নিয়ে উত্তাল গোটা বর্ধমান। অনুসন্ধান করতেই জানা গেল, জাতির জনক গান্ধীজীকে কালা চশমায় সাজিয়েছেন ‘ভাইপো’ লেটু। জাতির জনক মহাত্মা গান্ধী আপামর ভারতবাসীর কাছে বাপু হলেও লেটু তাঁকে ডাকে কাকু বলে। মহাত্মা গান্ধীর মূর্তির নীচেই দিনভর থাকে সে। সানগ্লাস নিয়ে প্রশ্ন করা হলে তার নিরীহ উত্তর- ‘কাকু’র চশমাটা ভাল ছিল না। তাই সেটা খুলে সানগ্লাস পরিয়ে দিয়েছে সে। মহাত্মাকে নিয়ে এমন মস্করায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের মধ্যে। উত্তম মধ্যম দিয়ে গুণধরকে পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁরা। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বড়নীলপুরের শালবাগান এলাকায়।

এই এলাকায় ১২ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গান্ধীজির পূর্ণাবয়ব মূর্তি স্থাপন করা হয়েছিল। বৃহস্পতিবার রাতে এলাকারই বাসিন্দা লেটু দাস মদ্যপ অবস্থায় গান্ধী মূর্তির চশমা খুলে দিয়ে একটি কালো চশমা পরিয়ে দেয় । গান্ধীজির চোখে কালা চশমা স্থানীয়দের নজরে আসতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। পুরো খবর

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments