Thursday, May 2, 2024
HomeBreaking newsব্রেকিং: পেট্রোলে ৫ এবং ডিজেলে ১০ টাকা দাম কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার

ব্রেকিং: পেট্রোলে ৫ এবং ডিজেলে ১০ টাকা দাম কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার

পেট্রোল এবং ডিজেলের দাম কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার। পেট্রোল ও ডিজেলের ওপর শুল্ক কমিয়ে দিল কেন্দ্র। সরকারের তরফে বলা হয়েছে, পেট্রোলে লিটার ৫ টাকা ও ডিজেলে লিটার ১০ টাকা এক্সাইজ ডিউটি কমিয়ে দিল কেন্দ্র। আগামীকাল কালীপুজোর দিন থেকেই এই নতুন দাম কার্যকর হবে।

প্রসঙ্গত, দেশের পেট্রোল-ডিজেলের দাম এখনও সর্বকালীন উচ্চতায়। মঙ্গলবারও কলকাতায় ১১০ টাকা পার করেছিল পেট্রোল। ডিজেলের দামেও সর্বকালীন রেকর্ড। লিটারে ৩৬ পয়সা বেড়ে কলকাতায় পেট্রোলের নতুন দাম হয়েছিল ১১০ টাকা ১৫ পয়সা। লিটারে ৩৭ পয়সা বেড়ে শহরে ডিজেলের দাম ছিল ১০১ টাকা ৫৬ পয়সা। জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বাজারে। পরিবহণ খরচ বেড়ে যাওয়ায় মাছ থেকে সব্জি, সবকিছুর দাম চড়া। পকেটে টান পড়ায় সঙ্কটে মধ্যবিত্ত। দেশের মধ্যে জ্বালানির দাম সবথেকে বেশি রাজস্থানের শ্রীগঙ্গানগরে। সেখানে পেট্রোল ১২২ টাকা ৩২ পয়সা ও ডিজেল ১১৩ টাকা ২১ পয়সা লিটার দরে বিক্রি হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments