Monday, April 29, 2024
Homeরাজ্য'শুভেন্দু এখন অবসাদে ভুগছেন', কটাক্ষ সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের

‘শুভেন্দু এখন অবসাদে ভুগছেন’, কটাক্ষ সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্রের

একের পর এক শাসকদলের নেতাকে সিবিআই ডাকছে৷ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্লোগান তুলেছেন, ‘চোর ধরো জেলে ভরো৷’ বিরোধী দলনেতার এই ধরনের মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের সেচ ও জলপথ দফতরের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র বলেন, ‘শুভেন্দু এখন অবসাদে ভুগছেন৷ অবসাদ থেকে কাটিয়ে উঠতে এবং প্রচারের আলোয় আসতে ভুলভাল বকে চলেছেন৷’ সেচমন্ত্রীর মতে, এই ধরনের কথা বলে যদি শুভেন্দু তৃপ্তি পান তাহলে বলুক৷

শনিবার হলদিয়ার চৈতন্যপুরে পূর্ব মেদিনীপুর শিক্ষক শিক্ষন মহাবিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র৷ সেখানে শুভেন্দুকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সৌমেন মহাপাত্র তাচ্ছিল্যের সুরে এমনই মন্তব্য করেন৷ পাশাপাশি মাওবাদী সমস্যা নিয়ে প্রশ্ন করা হয় মন্ত্রীকে৷ জঙ্গলমহলের বেশ কিছু এলাকায় মাওবাদী সমস্যা ফের মাথাচাড়া দিয়ে উঠছে৷ রাতের অন্ধকারে গ্রামে ঢুকে পোস্টার সাঁটিয়ে দিচ্ছে৷ গত শুক্রবার মাওবাদীদের ডাকা বাংলা বনধের ভালোই প্রভাব লক্ষ্য করা গিয়েছে ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ির বিনপুর, শিলদায়৷ বাঁকুড়ার বিভিন্ন এলাকাতেও সেদিন দোকান-বাজার বন্ধ ছিল৷ যদিও সেচমন্ত্রীর দাবি, মাওবাদী বলে আরও কেউ৷

সৌমেন কুমার মহাপাত্র বলেন, ‘জঙ্গলমহলে মাওবাদী বলে কেউ নেই৷ সেখানকার অনুন্নয়নকে হাতিয়ার করে এক সন্ত্রাসবাদী দল গড়ে উঠেছিল৷ তারা জঙ্গলমহলের মানুষদের সরলতার সুযোগ নিয়েছিল৷ তবে ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় অবস্থার পরিবর্তন ঘটিয়েছিলেন৷ এখন উন্নয়নের জোয়ার বইছে৷ মাওবাদী বলে কেউ নেই। কিছু বিরোধী পক্ষের মানুষ মাওবাদীদের নাম করে পোস্টার দিচ্ছে আর সন্ত্রাস করে চলেছে৷’ এদিন মন্ত্রী ছাড়াও বার্ষিক সংস্কৃতির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক তুষারকান্তি মণ্ডল, সমাজসেবী পার্থ বটব্যাল-সহ প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকারা৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments