Friday, March 29, 2024
Homeময়নাগুড়িরাজ্য পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সোনা জয়ী ময়নাগুড়ির সংঘমিত্রাকে সম্বর্ধনা

রাজ্য পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সোনা জয়ী ময়নাগুড়ির সংঘমিত্রাকে সম্বর্ধনা

ময়নাগুড়ি, ১২ আগস্ট : রাজ্য পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় সোনা জয় লাভ করেন ময়নাগুড়ি থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার সংঘমিত্রা রায়। শুক্রবার তার এই সাফল্যের জন্য তাকে সম্বর্ধনা দিলেন ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতি। এদিন ময়নাগুড়ি ব্লকের ভুস্কাডাঙ্গায় তার নিজের বাড়িতে ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সদস্যা কল্পনা বর্মন তাদের বাড়ি গিয়ে এই সম্বর্ধনা তুলে দেন ও মিষ্টিমুখ করান। উল্লেখ্য গত মাসের ২৯ শে জুলাই থেকে শুরু হয়েছিল রাজ্য স্তরের পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপ। সেই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় হাওড়া জেলার আন্দুলে। সেখানে ময়নাগুড়ি ফিটনেস ক্লাবের পক্ষ থেকে সাত জন প্রতিযোগী অংশগ্রহণ করলেও চারজন পদক জয় লাভ করেন। তাদের মধ্যে অন্যতম সংঘমিত্রা রায় সোনা জয় লাভ করেন।

এই সংবাদ ছড়িয়ে পড়তেই আনন্দে মেতে ওঠেন সাধারণ মানুষ। সংঘমিত্রা ময়নাগুড়ি থানায় সিভিক ভলেন্টিয়ার্স এ কর্মরত থাকায় খুশি ছড়িয়ে পড়ে ময়নাগুড়ি থানাতেও। ইতিমধ্যেই ময়নাগুড়ি থানার পক্ষ থেকেও সম্বর্ধনা দেওয়া হয় সংঘমিত্রাকে। এবার শুক্রবার ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তার নিজের বাড়ি গিয়ে সংঘমিত্রাকে সম্বর্ধনা দিলেন পঞ্চায়েত সমিতির সদস্যা কল্পনা বর্মন। সম্বর্ধনা দেওয়ার পর তিনি জানান,"খুব ভালো সুনাম করেছে সংঘমিত্রা তাই তাকে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে সম্বর্ধনা তুলে দেওয়া হলো। এভাবেই যেনো আরো এগিয়ে যেতে পারে এই কামনা করি।" এদিকে সম্বর্ধনা পাওয়ার পর খুশি সংঘমিত্রা ও তার পরিবার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments