Saturday, April 20, 2024
Homeদেশস্বস্তির খবর! দেশে করোনায় দৈনিক আক্রমনের গ্রাফ নিম্নমুখী, বাড়ছে সুস্থতার হার

স্বস্তির খবর! দেশে করোনায় দৈনিক আক্রমনের গ্রাফ নিম্নমুখী, বাড়ছে সুস্থতার হার

করোনা আবহে দেশে বড়সড় স্বস্তি মিলল। একলাফে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা কমল। পাশাপাশি দৈনিক সংক্রমণও কমল। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪০৩ জনের। একদিনে সংক্রমিত হয়েছেন ৯১ হাজার ৭০২। গত ২৪ ঘণ্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৫৮০ জন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে জানা যাচ্ছে, দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৯২ লাখ ৭৪ হাজার ৮২৩। মোট সুস্থ হয়েছেন ২ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৭৩ জন। মোট মৃতের সংখ্যা ৩ লাখ ৬৩ হাজার ৭৯। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ১১ লাখ ২১ হাজার ৬৭১। দেশে এখনও পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৪ কোটি ৬০ লাখ ৮৫ হাজার ৬৪৯ জন।

এদিকে, বাংলাতেও কমছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২৭৪ জনের এবং মৃত্যু হয়েছে ৮৭ জনের। রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভি়ড মুক্ত হয়েছেন ৫ হাজার ১৭০ জন। বাংলায় সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৭.৮৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮৫ জন। তবে কমেছে মৃত্যুর সংখ্যা। মৃত্যু হয়েছে ৬ জনের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments