Sunday, April 28, 2024
Homeআলিপুরদুয়ারবিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, প্রিয় দলের সমর্থনে আলিপুরদুয়ারে বাইক মিছিল

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা, প্রিয় দলের সমর্থনে আলিপুরদুয়ারে বাইক মিছিল

গোটা বিশ্ব এই মুহূর্তে বিশ্বকাপ ফুটবল জ্বরে ভুগছে। শুরুটা ভালো না হলেও অনেক চড়াই উৎরাই পেরিয়ে অবশেষে এবছরের ফুটবল বিশ্বকাপ ফাইনালে পৌঁছে গেছে মেসির আর্জেন্টিনা। তাই খুশিতে আত্মহারা বিশ্বের সকল মেসি ভক্ত সহ আর্জেন্টিনার সমর্থকরা। তেমনি আলিপুরদুয়ারেও আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আর্জেন্টিনার পতাকা উড়িয়ে বাইক মিছিলে মাতলেন তারা।

উল্লেখ্য এবছর 2023 সালের কাতার বিশ্বকাপের ফাইনাল খেলেই বিদায় নেবেন লিওনেল মেসি, তাই এবছর বিশেষ করে মেসির ভক্তদের কাছে আবেগ জড়িয়ে আছে। সেমিফাইনালে গত বছরের ফাইনালিস্ট ক্রোয়েশিয়াকে নাস্তানাবুদ করে এবছর ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ গতবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। ১৮ ডিসেম্বর কাতারের লুসেইল স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। হাড্ডাহাড্ডি লড়াই, কাপ জয়ের হাতছানি মেসির কাছে অন্যদিকে পরপর দুবার বিশ্বকাপ ছোঁয়ার দৌড়ে এমভাপের ফ্রান্স।

প্রিয় দল আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক এবং ফুটবলের রাজপুত্রের হাতে উঠুক সোনার ট্রফি এমনটাই চাইছেন ভক্তরা। তাই বৃহস্পতিবার আলিপুরদুয়ার এর প্রশাসনিক ভবন ডুয়ার্সকন্যার সামনে থেকে আর্জেন্টিনার পতাকা এবং জার্সি পড়ে একদল যুবক বাইক নিয়ে মিছিল শুরু করে যা কিনা শহরের রাজপথের এপ্রান্ত থেকে ওপ্রান্ত ঘুরে ডুয়ার্সকন্যার সামনেই শেষ হয়। ভক্তদের একটাই ইচ্ছে মেসির স্বপ্নপূরণ হোক, বিশ্বকাপ জিতুক আর্জেন্টিনা।।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments