Friday, May 3, 2024
Homeশিলিগুড়িশিলিগুড়ির রাজ পথে বাংলা ভাগের বিরুদ্ধে শঙ্খ বাজিয়ে সরব মহিলা তৃনমুল কংগ্রেস

শিলিগুড়ির রাজ পথে বাংলা ভাগের বিরুদ্ধে শঙ্খ বাজিয়ে সরব মহিলা তৃনমুল কংগ্রেস

শিলিগুড়ি:-

সারা ভারতবর্ষের নজর যখন হিমাচল প্রদেশে ও গুজরাটের গননার দিকে।তখন শিলিগুড়ির রাজ পথে বাংলা ভাগের বিরুদ্ধে শঙ্খ বাজিয়ে সরব হল মহিলা তৃনমুল কংগ্রেস।বাংলা ভাগ নিয়ে নানান রকম মন্তব্য করেছেন বিজেপির সাংসদ ও বিধায়করা।কোচবিহার আর পাহাড়কে আলাদা রাজ্য করার জন্য দাবি জানিয়ে সবর হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল।প্রথম থেকেই এর বিরোধীতা করে এসেছে রাজ্যের শাসক দল তৃনমূল কংগ্রেস।সম্প্রতি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানে বাংলা ভাগের বিরোধীতা করে সভা করে মহিলা তৃনমুল কংগ্রেস ও যুব তৃনমূল কংগ্রেস।সেই সভা থেকে সিদ্ধান্ত হয় বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে নানা কর্মসূচি গ্রহন করবে তৃনমূল।বৃহস্পতিবার শিলিগুড়ির সেবক মোর স্থিত তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে হাসমি চক পর্যন্ত রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যানের প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে শঙ্খ বাজিয়ে এক মিছিল করে তৃনমূল মহিলা কংগ্রেস।চন্দ্রিমা ভট্টাচার্য বলেন,বাংলা ভাগের নাম করে প্রচারের আলোতে থাকতে চাইছে তারা।আমরা সারা বছর পথেই থাকি।বাংলাকে ভাগ করার চক্রান্ত যারা করতে চাইছে তারা নিজেরাও জানে কখন সম্ভব নয়।তাই এবার ঘড়ের লক্ষীরা শঙ্খ বাজিয়ে এর বিরুদ্ধে সরব হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments