Saturday, April 27, 2024
Homeপশ্চিম মেদিনীপুরশালবনীতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত সাইকেল,অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক ব্যক্তি

শালবনীতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত সাইকেল,অল্পের জন্য প্রাণে বাঁচলেন এক ব্যক্তি

ফের হাতির হানা পশ্চিম মেদিনীপুরের শালবনী এলাকায়। এক ব্যক্তি কোনোরকমে প্রাণে বাঁচলেও ক্ষতিগ্রস্ত হয় তার সাইকেলটি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে আড়াবাড়ির জঙ্গল ছেড়ে ৩০ থেকে ৩৫ টি হাতির একটি পাল প্রবেশ করে পিড়াকাটা রেঞ্জের হারতোড়ার জঙ্গলে।
বেশ কয়েক দিন ধরেই হাতির ওই পালটি রূপনারায়ন বন বিভাগের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়েছিল। এবার মেদিনীপুর বনবিভাগের পিড়াকাটার জঙ্গলে প্রবেশ করে। আর বুধবার সকালে হাতির সম্মুখে পড়েও প্রাণে বাঁচলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটে শালবনীর হারতোড়ার জঙ্গলে।
জানা গিয়েছে, বেনাগেড়িয়া গ্রামের বাসিন্দা আনন্দ মান্ডি সাইকেল নিয়ে জঙ্গল পথে যাচ্ছিলেন। সেই সময় হাতির সম্মুখে পড়ে গেলে সাইকেল ফেলে কোনরকমে প্রাণে বাঁচেন। ক্ষতিগ্রস্ত হয় সাইকেলটি। পরে লোকজন উপস্থিত হয়ে সাইকেলটি নিয়ে আসেন।
ঘটনার পরে বন দফতরের পক্ষ থেকে সতর্কবার্তা জারি করেছে এলাকায়। তবে সন্ধ্যা হলে হাতির পাল লোকালয়ে প্রবেশ করে কৃষিজমিতে তাণ্ডব চালাতে পারে বলেও আশঙ্কা স্থানীয় বাসিন্দাদের।

পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments