Monday, April 29, 2024
Homeকোচবিহারদু'দিন ব্যাপি লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তোর্সা নদী সংলগ্ন এলাকায়

দু’দিন ব্যাপি লাগাতার বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তোর্সা নদী সংলগ্ন এলাকায়

দু’দিন ব্যাপি লাগাতার বৃষ্টি উত্তরের প্রায় সমস্ত নদী গুলিকে ভরাট করে তুলেছে। জল বেড়েছে তিস্তা, তোর্সা, মানশাহী, তোরসা, ধরলা, কালজানি এবং রায়ডাক নদীতে। বিপর্যয়ের মোকাবিলার প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে কোচবিহার জেলা প্রশাসনকে। জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন, যেকোনো পরিস্থিতির মোকাবেলায় সম্পূর্ন প্রস্তুত রয়েছে কোচবিহার জেলা প্রশাসন।
কোচবিহারের পৌরসভা এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের নদী বাঁধ সংলগ্ন এলাকায় জলস্ফীতির কারণে এখানে বসবাসরত সাধারণ দিন আনা দিন খাওয়া মানুষের কপালে দেখা যাচ্ছে চিন্তার ভাঁজ। জলস্ফীতি এভাবেই বাড়তে থাকলে চিন্তার কারন আরো বাড়বে বলে মনে করছেন এলাকার মানুষ।

স্থানীয় মানুষদের মুখোমুখি হয়ে আমাদের সংবাদদাতা প্রশ্ন করলে তারা জানান, “গতকাল রাতের থেকেই নদীর জল বাড়তে শুরু করেছে। আজ সকাল ছয়টা থেকে সেই জল অনেকটাই বেড়ে গেছে। এই পুরো পরিস্থিতি খতিয়ে দেখতে এখনো পর্যন্ত একবারের জন্যও আসতে দেখা যায়নি ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে। তারা আরো জানান নদীর জল আস্তে আস্তে তাদের ঘরের মধ্যে ঢুকতে শুরু করেছে বলে তাদের বাড়িতে রান্না সকাল থেকে বন্ধ, তাই সকাল থেকে এক প্রকার খালি পেটেই রয়েছেন তারা।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments