Monday, April 29, 2024
Homeকোচবিহাররাজ্য ভাওয়াইয়া সঙ্গীতানুষ্ঠানের প্রস্তুতি জোরকদমে চলছে মাথাভাঙ্গায়

রাজ্য ভাওয়াইয়া সঙ্গীতানুষ্ঠানের প্রস্তুতি জোরকদমে চলছে মাথাভাঙ্গায়

আর মাত্র কয়েকদিন তথা ১২ ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত উৎসব চলবে ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত। পশ্চিম বঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে এবং কোচবিহার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় চার দিন ব্যাপী চলা এই সঙ্গীতানুষ্ঠান এই বছর অনুষ্ঠিত হচ্ছে মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের কুশিয়ার বাড়ী হলেশ্বর উচ্চ বিদ্যালয়ের মাঠে। ইতি মধ্যে মাঠের মঞ্চ সজ্জার কাজ প্রায় শেষ । অনবরত মাথাভাঙ্গা ২ ব্লকের বিডিও উজ্জ্বল সরদার তদারকি করছেন। রাজ্য ভাওয়াইয়া সঙ্গীত উৎসবের মঞ্চ সজ্জার বরাত প্রাপ্ত ঠিকাদার কার্তিক দাস জানান কাজ প্রায় শেষ টুক টাক কাজ আছে দু এক দিনে শেষ হয়ে যাবে। উলেখ্য উত্তরের সংস্কৃতির ধারায় ভাওয়াইয়া গান এক অন্যতম সোপান আর এই গান কে উত্তরোত্তর শ্রী বৃদ্ধি ঘটাতে পশ্চিম বঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের উদ্যোগে এ বছর ৩৪ তম বর্ষ পদার্পণ করল। এ বছর এই অনুষ্ঠান ১২ ফেব্রুয়ারী থেকে আরম্ভ হচ্ছে। অন্যান্য বছরের মত এ বছরও আসাম বাংলাদেশ এবং উত্তর বঙ্গের খ্যাতনামা শিল্পীদের সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে উৎসব কমিটি সূত্রে জানা যায়। তাই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে জোর কদমে। মঞ্চ সজ্জা থেকে শুরু করে শিল্পীদের থাকা খাওয়া সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখছে আধিকারিক গণ। এ বিষয়ে ৩৪ তম রাজ্য ভাওয়াইয়া উৎসব কমিটির সদস্য তথা উত্তর বঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান বিনয় কৃষ্ণ বর্মন বলেন, আগামী ১২ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত চলা ৩৪ তম রাজ্য ভাওয়াইয়া উৎসব এর প্রস্তুতি প্রায় শেষ লগ্নে, বিডিও সহ অন্যান্য আধিকারিক গণ সব বিষয় খতিয়ে দেখছেন আশা করি খুব সুন্দর ভাবে অনুষ্ঠান সম্পন্ন হবে। তবে রাজ্য ভাওয়াইয়া সঙ্গীতানুষ্ঠান ঘিরে কুশিয়ার বাড়ী গ্রাম এলাকায় এখন সাজো সাজো রব.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments