Sunday, May 5, 2024
Homeরাজ্যআবাস যোজনার টাকা একাউন্টে ঢুকতেই প্রেমিকের সঙ্গে পালালো ৪ গৃহবধূ

আবাস যোজনার টাকা একাউন্টে ঢুকতেই প্রেমিকের সঙ্গে পালালো ৪ গৃহবধূ

প্রধানমন্ত্রীর আবাস যোজনার (PMAY) কৃপায় সার্থক হল প্রেম! অ্যাকাউন্টে টাকা পড়ামাত্র প্রেমিকের সঙ্গে পগারপাড় চার যুবতী। অবশ্যই সঙ্গে করে প্রথম কিস্তির ৫০ হাজার টাকা নিয়েই পালিয়েছেন। এখন বিপাকে পড়েছেন তাঁদের স্বামীরা। সরকারি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা তো দূর অস্ত। টাকা পেলেও বাড়ির কাজ শুরু হয়নি কেন, প্রশাসনকে জবাবদিহি করতে হচ্ছে তাঁদের। সব মিলিয়ে মাথায় হাত পড়েছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বাসিন্দা চার যুবকের।

প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে নিম্ন ও মধ্যম আয়ের নাগরিকরা বাড়ি তৈরির জন্য সরকারি অনুদান পেয়ে থাকেন। কেন্দ্রের এই প্রকল্প অনুযায়ী গৃহকর্তা ও পরিবারের এক মহিলা সদস্যকেও যৌথ অ্যাকাউন্ট করতে হয়। সেখানেই সরকারি অর্থপ্রদান করা হয়। সেভাবেই চারটি অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢুকেছিল। যার পরিমাণ ৫০ হাজার টাকা। কিন্তু অভিযোগ, চার মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments