Friday, May 3, 2024
Homeময়নাগুড়িরাজ্য তাইকোন্ডো প্রতিযোগিতায় চার স্বর্ণ পদক ময়নাগুড়ির

রাজ্য তাইকোন্ডো প্রতিযোগিতায় চার স্বর্ণ পদক ময়নাগুড়ির

ময়নাগুড়ি, ১২ জুন : গত ১০ ও ১১ জুন উত্তর ২৪ পরগনা জেলার ইছাপুরে অনুষ্ঠিত হয় ৩৩ তম কিউরেগি এবং ১৩ তম পুমসে তাইকোন্ডো রাজ্য চ্যাম্পিয়নশিপ। সেই খেলায় অংশ নেয় ময়নাগুড়ি ব্লকের ১৩ জন প্রতিযোগী। আর সেই খেলায় অংশগ্রহণ করে করে বিভিন্ন বিভাগে চারটি স্বর্ণ পদক জয় করলো ময়নাগুড়ির প্রতিযোগীরা। এছাড়াও ৭ জন সিলভার ও ব্রোঞ্জ পদক জয় লাভ করেন। আর এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হওয়া ময়নাগুড়ি জুড়ে। জানা যায়, জুনিয়র ক্যাডেট বিভাগে কৌশিক রায় সোনা, জুনিয়র অনূর্ধ্ব ৫৫ কেজি বিভাগে অপু বিশ্বাস সোনা, জুনিয়র অনূর্ধ্ব ৪৯ কেজি বিভাগে উপাসনা ব্যানার্জি সোনা ও ক্যাডেট ১৬০ সেমি বিভাগে সোনা জয় লাভ করেন মনীসীতা মৌলিক। এছাড়াও, সঞ্জীবন কর্মকার সিলভার, পীযুষ রায় ব্রোঞ্জ, আশীষ রায় ব্রোঞ্জ, সৌরভ রায় ব্রোঞ্জ, নরেন মন্ডল ব্রোঞ্জ, অনিরুদ্ধ কোঙ্গার ব্রোঞ্জ, স্মৃতিশ রায় ব্রোঞ্জ পদক জয় লাভ করেন। খেলা শেষে পদক নিয়ে সোমবার তারা বাড়ি ফেরেন। রাজ্য তাইকোন্ডো প্রতিযোগিতায় এই সাফল্যে খুশি ময়নাগুড়িবাসী। এই বিষয়ে বেতগাড়া চারের বাড়ি নগেন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় এর ক্রীড়া বিষয়ের শিক্ষক তথা তাইকোন্ডো এর শিক্ষক পার্থ প্রতিম দে বলেন, "আমাদের স্কুল থেকে রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় ৯ জন অংশ নেয়। তার মধ্যে ৭ জন পদক জয় করেছে। আমাদের স্কুলের ছাত্র কৌশিক রায় সোনা জয়লাভ করেছে। "

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments