Monday, April 29, 2024
HomeরাজনীতিSandeshkhali: শেখ শাহজাহানের ১০ দিনের পুলিশ হেফাজত

Sandeshkhali: শেখ শাহজাহানের ১০ দিনের পুলিশ হেফাজত

সন্দেশখালিকাণ্ডে ধৃত তৃণমূল নেতা শেখ শাহজাহানকে ১০ দিনের পুলিশ হেফাজতে পাঠাল বসিরহাট আদালত।

আপাতত ১০ দিন পুলিশ হেফাজতে থাকবেন শেখ শাহজাহান। বৃহস্পতিবার সকালে তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে মিনাখাঁ থানার পুলিশ। শেখ শাহজাহানের বিরুদ্ধে ১৪৭/১৪৮/১৪৯/৩৪১/১৮৬/৩৫৩/৩২৩/৪২৭/৩৭০/৫০৬ ও ৩৪ ধারায় মামলা দায়ের হয়েছে। ন্যাজাট থানায় মোট ১১টি ধারায় মামলার রুজু করে বসিরহাট মহকুমা আদালতে পাঠায় পুলিশ

বৃহস্পতিবার ভোররাতে তাকে এনে রাখা হয়েছিল বসিরহাট মহকুমা আদালতের লক আপ রুমে। সেখান থেকে সকাল সওয়া ১০টা নাগাদ চিফ ম্যাজিস্ট্রেটের এজলাসে তোলা হয় তাকে। সেই সময়েই এক ঝলক দেখা মেলে শাহজাহানের। হাতে হাতকড়া ছিল না। কোমরে ছিল না পুলিশের দড়ি। কোর্টের অলিন্দ ধরে একেবারে গটগট করে হেঁটে আদালত কক্ষে ঢুকে যান তিনি। পায়ে সাদা স্নিকার। পরনে সাদা প্যান্ট, সাদা ফুল স্লিভ জামা। তার উপর একটা কাট স্লিভ হোয়াইট চেকড জ্যাকেট। গত প্রায় দু’মাস ধরে যে এই লোকটির গ্রেফতারের দাবিতে উত্তাল হয়েছে সন্দেশখালি, তার কোনও ছাপ ছিল না শাহজাহানের চোখে মুখে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments