Saturday, May 4, 2024
Homeরাজনীতিমুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে তোপ দাগলেন এই বিজেপি নেতা

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে তোপ দাগলেন এই বিজেপি নেতা

Uttorer Sangbad:- মুকুল রায়ের তৃণমূলে প্রত্যাবর্তনের পরেই তাঁর বিধায়ক পদ খারিজের দাবি তুলেছিল গেরুয়া শিবিরের একাংশ। এবার এই প্রসঙ্গে মুকুলকে তোপ দাগলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্ত। শুক্রবার মুকুল রায়ের পদত্যাগের দাবি জানিয়ে একটি টুইট করেন তিনি। স্বপন দাশগুপ্ত লেখেন, ‘গত সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগদান করেছেন মুকুল রায়। তাঁর দলবদল নিয়ে কোনও ধোঁয়াশা নেই। কিন্তু যেহেতু তিনি BJP-র প্রতীকে নির্বাচনে জয়ী হয়েছেন সেক্ষেত্রে আইন অনুযায়ী তাঁর পদত্যাগের দাবি জানাচ্ছি। ২০১৭ সালে তৃণমূল ছেড়ে BJP -তে যোগদান করার সময় তিনি যেভাবে রাজ্যসভার সাংসদ পদ ছেড়েছিলেন BJP ছেড়ে তৃণমূলে যোগদান করার সময়ও ওনার একই পথ অবলম্বন করা উচিত।’

এদিকে, কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের সব প্রক্রিয়া শেষ। তাঁর বিধায়ক পদ খারিদ হওয়া এখন শুধু অপেক্ষামাত্র।শুভেন্দুর এই আক্রমণের পরেই স্বপন দাশগুপ্তের ময়দানে নামা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। অভিজ্ঞ মহলের কথায়, মুকুল রায়ের উপর চাপ বাড়াতে চায়ছে গেরুয়া শিবির।

অনান্য খবর- ভূমিকম্পে মৃদু কম্পন অনুভব দিনহাটা ২নম্বর ব্লক সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা

মাধ্যমিক পরীক্ষায় বসতে চেয়ে স্কুলে তালা মেরে বিক্ষোভ আমডাঙ্গায়

ক্যানেল বন্ধ করে রাখায় জমিতে জমছে জল, নেই কোন নিকাশি ব্যবস্থা। বিক্ষোভে চাষীরা

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ নিয়ে তোপ দাগলেন এই বিজেপি নেতা

Shortly after Mukul Roy’s return to the grassroots, a section of the Gerua camp demanded his dismissal. This time BJP leader Swapan Dasgupta fired at Mukul in this regard. He tweeted on Friday demanding the resignation of Mukul Roy. Swapan Dasgupta wrote, ‘Mukul Roy joined the grassroots last week in the presence of Mamata Banerjee. There is no ambiguity about his change of team. But since he has won the election as the symbol of the BJP, I demand his resignation in accordance with the law. He should follow the same path when he left the Trinamool and joined the BJP in 2016, just as he left the Rajya Sabha when he left the BJP and joined the Trinamool.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments