Thursday, April 25, 2024
Homeদিনহাটাজেলা প্রশাসনের উদ্যোগে সাহেবগঞ্জে চলছে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি

জেলা প্রশাসনের উদ্যোগে সাহেবগঞ্জে চলছে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি

সাহেবগঞ্জ: আজ শুক্রবার সকাল ১০টা থেকেই সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুয়ারে ভ্যাকসিনের মাধ্যমে সাধারণ মানুষদের করোনা ভ্যাকসিন দেবার কাজ। প্রসঙ্গত গতকাল রাজ্যে প্রথম রাজ্য সরকার উদ্যোগে কোচবিহার জেলায় শুরু হয়েছে এই কর্মসূচি। কোচবিহার জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় রাজ্যে প্রথম শুরু হয়েছে এই দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি,আর্ এতেই খুশি স্থানীয় সাধারণ মানুষ। আজ দ্বিতীয় দিনে দিনহাটা ২নম্বর ব্লকের সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় দুই শতাধিকেরও বেশি মানুষকে দেওয়া হবে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ। এমনটাই জানিয়েছেন ব্লক ভ্যাকসিন নোডাল অফিসার। আজকের এই দুয়ারে ভ্যাকসিন কর্মসূচিতে উপস্থিত রয়েছেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাস,যুগ্ম ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুরিমা চক্রবর্তী সহ ব্লক ও স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকরা।

জেলা প্রশাসনের উদ্যোগে সাহেবগঞ্জে চলছে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি

অনান্য খবর-সিদ্ধান্ত বদল, ইস্তফা প্রত্যাহার করলেন বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ

বঙ্গভঙ্গের চক্রান্তের বিরুদ্ধে গন অবস্থান খলিসামারীতে

করোনার তৃতীয় ঢেউকে মাথায় রেখে মোথাবাড়ি থানার মানবিক উদ্যোগ

ভ্যাকসিন কান্ডে সাহেবগঞ্জ থানায় ডেপুটেশন দিল SFI-DYFI-AIDWA

দুই সাংসদের গ্রেফতারের দাবিতে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ জেলা যুব তৃণমূল কংগ্রেসের

পরের খবর- ভূমিকম্পে মৃদু কম্পন অনুভব দিনহাটা ২নম্বর ব্লক সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা

আজ শুক্রবার মেঘালয় রাজ্যের উত্তর তুরা এলাকায় উৎপত্তি ভূমিকম্পের কম্পনে, ভূমিকম্পে মৃদু কম্পন উঠলো দিনহাটা ২নম্বর ব্লকের বিভিন্ন এলাকা সহ গোটা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। আজ শুক্রবার দুপুর ১ টা ১৬মিনিট ২৫ সেকেন্ড নাগাদ নাগাদ মেঘালয় রাজ্যের উত্তর তুরা এলাকায় ভূমিকম্প প্রথম অনুভূত হয়। রিকটার স্কেলে যার মাত্রা ৪.৩, এরপর সেই কম্পনের অনুভূতি মেঘালয় রাজ্যের লাগোয়া পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা ২নম্বর ব্লক সহ উত্তরবঙ্গ কেপে ওঠে। তবে আজ ভূমিকম্পের কম্পন মাত্রা অনেকটা কম থাকার কারণে সেরকম কোন বড়সড় ক্ষতি হয়নি বলে জানা গেছে। এছাড়াও আজকের ভূমিকম্পের মৃদু কম্পনের মাত্রা ও স্থায়ীত্ব স্বল্প সময়ের থাকায় বহু সাধারণ মানুষ বুঝতে পারেননি। কিন্তু যারা বুঝতে পেরেছেন তারা বিগত দিনের ভূমিকম্পের স্মৃতি ভেসে ওঠায় আতঙ্কে শিউরে উঠছেন। পুরো খবর

The work of giving corona vaccine to the common people has started at Sahebganj High School from 10 am on Friday. 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments