Sunday, April 28, 2024
Homeময়নাগুড়িময়নাগুড়ি জুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত! সাবধানতা অবম্বনের বার্তা স্বাস্থ্য আধিকারিকের

ময়নাগুড়ি জুড়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত! সাবধানতা অবম্বনের বার্তা স্বাস্থ্য আধিকারিকের

ময়নাগুড়ি, ২ সেপ্টেম্বর : ময়নাগুড়ি জুড়ে ক্রমশ বাড়ছে ডেঙ্গু আক্রান্ত এর সংখ্যা। এখনো পর্যন্ত ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে জানা যায়। আর যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন ময়নাগুড়ি ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সীতেশ বর। তাই সকলকে সাবধানে ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। জানা যায়, ময়নাগুড়ি ব্লক জুড়ে ইতিমধ্যেই ৩৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যার মধ্যে তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের চিকিৎসা চলছে এবং তারা সকলেই সুস্থ্য আছেন বলেও জানা গিয়েছে। প্রয়োজন অনুযায়ী রোগীদের হাসপাতালে ভর্তি করানো হচ্ছে না হলে বাড়িতেই রাখার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। বেশির ভাগ ক্ষেত্রে ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা, চূড়া ভান্ডার, আমগুড়ি এলাকা থেকে এই ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া গিয়েছে। স্বাস্থ্য আধিকারিক সূত্রে জানা যায়, গত দশদিনে মাধবডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে দশজন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়াও চুরাভান্ডার এলাকায় গত পনেরো দিনে পাঁচ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। উভয় এলাকাতেই ডেঙ্গু বিষয়ক ক্যাম্প করা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষত গ্রামীণ এলাকায় জমা জল থেকে এই রোগের প্রাদুর্ভাব বাড়ছে। তাই এলাকায় এলাকায় জল জমতে না দেওয়ার পরামর্শ দিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সীতেশ বর। তিনি বলেন, " ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েত ও চূড়াভান্ডার এলাকায় ডেঙ্গু আক্রান্ত হচ্ছেন। এখনো পর্যন্ত ৩৬ জন আক্রান্ত হয়েছেন। তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আমরা সকলকে বলবো যে জল কোনো ভাবেই জমতে দেওয়া যাবে না। মশারী টাঙিয়ে ঘুমামোর কথা আমরা জানাচ্ছি। জ্বর বেশি দিন ধরে হলে অবশ্যই পার্শ্ববর্তী স্বাস্থ্য কেন্দ্রে রক্ত পরীক্ষা করাবেন।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments