Wednesday, April 24, 2024
Homeময়নাগুড়িছট পূজা ও কালীপুজোর প্রশাসনিক বৈঠক ময়নাগুড়িতে

ছট পূজা ও কালীপুজোর প্রশাসনিক বৈঠক ময়নাগুড়িতে

ময়নাগুড়ি : ময়নাগুড়ি থানার উদ্যোগে কালী পুজো এবং ছট পূজা নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল রবিবার। এদিন ময়নাগুড়ি মারোয়ারি জনকল্যাণ সমিতির ভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত আসন্ন কালীপুজো এবং ছট পুজোকে কেন্দ্র করে এই বৈঠক হয় । এদিন উপস্থিত ছিলেন ময়নাগুড়ি পৌরসভায় ভাইস চেয়ারম্যান মনোজ রায়, বিশিষ্ট আইনজীবী শিব শংকর দত্ত, ময়নাগুড়ি থানার মেজো বাবু শংকর ভট্টাচার্য,ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিমলেন্দু চৌধুরী, ময়নাগুড়ি পৌরসভার কাউন্সিলর সহ কালীপূজো ও ছট পূজা কমিটি গুলির প্রতিনিধিরা। প্রশাসন সূত্রে খবর, ময়নাগুড়ি পৌরসভা এবং গ্রামীণ এলাকা গুলি নিয়ে ৩৮ টি পুজোর অনুমতি নেওয়া হয়। তাদের জন্য অনুমতি গ্রহণের জন্য চলতি মাসের ১৭, ১৮, ১৯ তারিখ বিডিও অফিসে কাউন্টার করা হবে। সেখানেই যাবতীয় কাজ করা হবে। উল্লেখ্য, দশমীর রাতে প্রতিমা বিসর্জন কে কেন্দ্র করে মাল নদীতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। যার জেরে আটজনের মৃত্যু এবং আহত হন বেশ কয়েকজন। সেই কথাকে মাথায় রেখে ময়নাগুড়ি প্রশাসন অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করেছে কালী পূজা ও ছট পুজোকে কেন্দ্র করে। জানা গেছে, ছট পূজায় মূলত জর্দা নদীতে বিপদজনক স্থানগুলিতে কোনোভাবেই পুজো করা যাবে না। বিপদজনক স্থানগুলিতে প্রশাসনের পক্ষ থেকে বাঁশের ব্যারিকেট দিয়ে বন্ধ করে দেওয়া হবে। এমনকি কালীপুজোর বিসর্জনের ক্ষেত্রে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। এদিনের এই বৈঠকে কালীপুজো কমিটি গুলিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, বিসর্জনে কোনরকম ডিজে বাজানো যাবে না। জেনারেটর ব্যবহারের ক্ষেত্রেও থাকছে নিষেধাজ্ঞা। পুলিশের পক্ষ থেকে পুজোর কয়েকটি দিন বেশ কিছু জায়গায় বসানো হবে ড্রপ গেট। থাকবে পুলিশ এসিস্ট্যান্ট বুথও। ময়নাগুড়ির বুকে শান্তি শৃঙ্খল বজায় রেখে পুজোকে শান্তিপূর্ণভাবে উপভোগ করানোর জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রশাসন। এই বিষয়ে ময়নাগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান মনোজ রায় বলেন,”ময়নাগুড়িতে দুর্গাপুজো যেভাবে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সেই ভাবেই সম্পূর্ণ করার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসনের তরফে সাবধানতা এবং সতর্কতামূলক বেশ কিছু সিদ্ধান্ত ক্লাবগুলিকে জানানো হলো। মাল নদীতে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনা আমাদেরকে শোকাহত করেছে। সেই সমস্ত দুর্ঘটনা এরানোর জন্য বাড়তি সতর্কতা গ্রহণ করা হয়েছে।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments