Saturday, April 27, 2024
Homeদিনহাটাদিনহাটা শহরে পোস্টার বিভ্রাট! প্রকাশ্যে তৃণমূল এর গোষ্ঠীদ্বন্দ্ব

দিনহাটা শহরে পোস্টার বিভ্রাট! প্রকাশ্যে তৃণমূল এর গোষ্ঠীদ্বন্দ্ব

দিনহাটা- দিনহাটা শহরে পোস্টার লাগানো নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এল। দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে শহরের বিভিন্ন এলাকায় একটি পোস্টার লাগানো হয়েছে। সেই পোস্টারে বিজেপি নেতা অজয় রায়, ধনঞ্জয় দেবনাথ এবং আশীষ সরকারের ছবি দিয়ে লেখা হয়েছে, ” জননেতা শ্রী উদয়ন গুহ মহাশয়ের  উপর প্রাণঘাতী হামলাকারীদের গ্রেফতার করা হচ্ছে না কেন? দিনহাটা থানা জবাব চাই, জবাব দাও।”
   এই পোস্টারের বিষয়ে দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম নন্দী বলেন, আমি দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অথচ এ ধরনের পোস্টার কে লাগিয়েছে তা আমার জানা নেই। উদয়নবাবুর সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও আমাকে এই ধরনের পোস্টার লাগানোর বিষয়ে কিছু বলেননি। তবে উদয়ন গুহের উপর যারা হামলা চালিয়েছে আমরা চাই দোষীদের শাস্তি হোক।
   তবে এ বিষয়ে উদয়ন গুহের ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূল নেতা জয়দীপ ঘোষ বলেন, দিনহাটা শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অসীম  নন্দীর প্ররোচনাতেই  উদয়ন গুহের উপর এই আক্রমণ হয়েছে। যাদের নামে পোস্টার দেওয়া হয়েছে তারা এতদিন পর্যন্ত ওনার সঙ্গেই ছিল। ভোটে উনি দলের বিরোধিতা করেছেন। মানুষকে বিজেপিতে ভোট দিতে প্ররোচিত করেছেন। ওই পোস্টার আমরাই লাগিয়েছি। দিনহাটার সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা লাগিয়েছে। আমরা চাই শহর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতির পদ থেকে অসীম নন্দীকে অপসারণ করা হোক।
   

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments