Tuesday, April 30, 2024
Homeউত্তর দিনাজপুরসিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জনের মৃত্যু উত্তর দিনাজপুরে

সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৬ জনের মৃত্যু উত্তর দিনাজপুরে

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের গাইসাল ১ গ্রাম পঞ্চায়েতের জাকির বস্তি এলাকার এক দম্পতি সহ একই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে আগুনে পুড়ে। ঘটনাটি ঘটেছে পানিপথে। পরিবারের সূত্রে জানা গিয়েছে পানিপতে একটি সিলিন্ডার বিস্ফোরণে ওই পরিবারের ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দম্পতি ও তাদের দুই মেয়ে ও দুই ছেলে রয়েছে। (প্রত্যেকের আনুমানিক বয়স)দম্পতির নাম মোহাম্মদ করিম বয়স ৪০ এবং আফরোজ বেগম ৩৫ বছর। তাদের দুই মেয়ে রেশমা ১২ বছর ও ইশরাত জাহান ১৭ বছর। দুই ছেলে আবদুস ০৭ বছর ও আফরান ০৫ বছর। পানিপথে ভাড়া বাসায় থাকতেন তারা। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নিহতের পারিবারের কাছে খবর পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জাকির বস্তির স্থানীয় গ্রাম পঞ্চায়েতের মেম্বারের প্রতিনিধি কায়সার ইমাম জানান, ওই দম্পতি সেখানে খাদির বস্ত্র তৈরি করতেন, হঠাৎ আগুন লেগে ওই পরিবারের ৬ জনের মৃত্যু হয়। মৃতদের সবাইকে কীভাবে আনা হবে তা নিয়ে ভাবা হচ্ছে। নিহতের আত্মীয় নিখাত নেহা জানান, সেখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগার কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তাদের সকলেরই হৃদয় ভেঙে গেছে, হঠাৎ কীভাবে এই ঘটনা ঘটল তা তারা বুঝতে পারছেন না। নিহত করিমের বাবা সুলতান জানান, জীবিকার তাগিদে তার ছেলে পুরো পরিবার নিয়ে পানিপথে কাজ করতে গিয়েছিল, সেই সময় এ ঘটনা ঘটে। গত 2 বছর ধরে তিনি সেখানে কাজ করতেন, তিনি কেবল উৎসবের সময় বাড়ীতে আসতেন এবং তারপর চলে যেতেন। এ ঘটনায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments