Thursday, May 2, 2024
Homeময়নাগুড়িরাত পেরোলেই রাখী পূর্ণিমা, ময়নাগুড়িতে বাজার মন্দা রাখীর

রাত পেরোলেই রাখী পূর্ণিমা, ময়নাগুড়িতে বাজার মন্দা রাখীর

ময়নাগুড়ি, ২৯ আগস্ট : রাত পেরোলেই রাখী পুনির্মা। কিন্তূ তার আগে এবছর জমলো না বাজার। যার জেরে রাখী ব্যবসায়ীদের মাথায় হাত। জানা যায়, এবছর বুধবার রাখী পূর্ণিমা এবং বৃহস্পতিবার রাখী বন্ধন উৎসব। কিন্তূ হাতে সময় না থাকলেও তেমন ভাবে জমেনি রাখী কেনা কাটার। ফলে ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। বাজারে বিভিন্ন ধরনের ছোট বড়ো, কম দামী থেকে বেশি দামী রাখী আসলেও কেনাকাটা প্রায় নেই বললেই চলে। শেষ সময়েও তেমন ভাবে বাজার জমবে না বলেই জানিয়েছেন ব্যবসায়ীরা। অন্যদিকে, বাজার খারাপ হওয়ার প্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন যে আজকাল বিভিন্ন পাড়ায় পাড়ায় দোকান রয়েছে। প্রতিটি দোকানেই কম বেশি রাখী রাখেন। ফলে ময়নাগুড়ি শহরে এসে কেউ রাখী কেনেন না বলেই জানিয়েছেন তারা। এই বিষয়ে এক রাখী ব্যবসায়ী গৌরব রায় বলেন, " এবার রাখীর বাজার একদম ভালো না। অনেক রাখী দোকানে রেখেছি কিন্তূ বিক্রি একদম নেই বললেই চলে।গত বছরের তুলনায় একদম বাজার নেই বললেই চলে।" আরেক ব্যবসায়ী সুশান্ত সুর বলেন, " বাজার খারাপ হওয়ার অন্যতম কারণ বিভিন্ন জায়গায় ছোট বড়ো বাজার হয়েছে। ফলে শহরে অনেকটা বিক্রি কমেছে। শেষ মুহূর্তেও তেমন বিক্রি নেই। তাছাড়া আগে শহরে তেমন রাখী বিক্রেতা ছিলেন না। এখন শহরেও অনেক দোকান হয়েছে। তাই অনেকটা বিক্রি কমেছে আমাদের।"

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments