Tuesday, May 7, 2024
Homeকোচবিহারবিশ্ব ফার্মাসিস্ট দিবসে সচেতনতার প্রচার কোচবিহারে

বিশ্ব ফার্মাসিস্ট দিবসে সচেতনতার প্রচার কোচবিহারে

কোচবিহারঃ
বুধবার বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে সচেতনতা প্রচারে কোচবিহার মদনমোহন বাড়ির সামনে মাস্ক বিলি করে সাধারণ মানুষকে করনার তৃতীয় ঢেউ সম্পর্কে অবগত করলেন কোচবিহার জেলা ফার্মাসিস্ট সদস্যরা। এদিন পথচলতি সাধারণ মানুষের হাতে মাস্ক তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষে।সংগঠনের পক্ষে সৌরভ দাস বলেন, করণা আবহ থাকলেও সচেতনতা কিছুটা শিথিল করেছে কোচবিহারে। সাধারণমানুষ বেশিরভাগ মাস্ক ব্যবহার করছেন না। অযাচিত ভীর গ্রাস করেছে কোচবিহার কে। সেই কারণেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং তৃতীয় ঢেউ নতুন জ্বর সম্পর্কে অবগত করতে আজকে তাদের এই প্রচার। যে ঝড় সম্প্রতি বাচ্চাদের সবথেকে বেশি আক্রমণ করছে তা কি কি পদ্ধতিতে প্রতিহত করা সম্ভব তাই নিয়ে সাধারণ মানুষকে জানাব।

আরও খবর পড়ুন…..

কোচবিহারে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তিন ব্যক্তি

কোচবিহারঃ
বোমা বানাতে গিয়ে গুরুতর আহত তিন ব্যক্তি। কোচবিহার জেলার ১ নং ব্লকের জিরান পুর অঞ্চলে পানিমারাকুটি এলাকায় আসাফ মিয়ার বাড়িতে বোম বাঁধতে গিয়ে গুরুতর আহত হন ৩ ব্যক্তি। খবর অনুযায়ী আসাপ মিয়া তৃণমূল কর্মী এবং রবীন্দ্রনাথ ঘোষ অনুগামী বলে পরিচিত। সূত্রের খবর অনুযায়ী তার বাড়িতে চলছিল বোম বানানোর কাজ বাইরে থেকে লোক নিয়ে এসে এই কাজ চলছিল বলে জানা গেছে। মঙ্গলবার গুরুতর আহত হন তিন ব্যক্তি। বর্তমানে গুরুতর আহত অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তারা। ইতিমধ্যে কোচবিহার জেলা পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য এই জিরান পুর অঞ্চলে একদা কোচবিহার জেলা তৃনমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়িতে হামলা হয় বন্দুক নিয়ে। কোথা থেকে কি কারনে এই ব্যাক্তিরা বোমা বানাচ্ছিল এবং তা কোথায় ব্যবহার করা হত তা তদন্তের পরই জানা যাবে বলে জানা গেছে পুলিশ সূত্রে। বারংবার যখন রাজনৈতিক সন্ত্রাস’ উত্তপ্ত হয়ে উঠছে কোচবিহারের বিস্তীর্ণ এলাকা ঠিক সেই সময় দাঁড়িয়ে মঙ্গলবার এই ঘটনার ফলে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments