Tuesday, April 30, 2024
Homeময়নাগুড়িপঞ্চায়েত বোর্ড গঠনে নজরে রামশাই জিপি, সম পরিমাণ আসনে জয়ী বিজেপি-তৃণমূল

পঞ্চায়েত বোর্ড গঠনে নজরে রামশাই জিপি, সম পরিমাণ আসনে জয়ী বিজেপি-তৃণমূল

ময়নাগুড়ি, ৫ আগস্ট : গত ৮ জুলাই রাজ্যে শেষ হয় পঞ্চায়েত নির্বাচন। ফল ঘোষণা হয় ১১ জুলাই। এখন অপেক্ষা বোর্ড গঠনের। আগামী ১৬ আগস্টের মধ্যেই সমস্ত বোর্ড গঠন করার নির্দেশ দিয়েছেন রাজ্য। সেই অনুযায়ী বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ময়নাগুড়ি ব্লকের ১৬টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একক সংখ্যা গরিষ্ঠতা হিসাবে ১৪ টি গ্রাম পঞ্চায়েত এলাকায় বোর্ড গঠন করবেন তৃণমূল। তবে ব্যতিক্রম রামশাই গ্রাম পঞ্চায়েত এবং মাধবডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েত। তবে হাড্ডাহাড্ডি পরিস্থিতি রামশাই গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন ২৪টি। এতে বিজেপি পেয়েছে ১২ টি আসন এবং তৃণমূল কংগ্রেস ১২টি আসন। এখনও পর্যন্ত কোনো পঞ্চায়েত সদস্যের দল বদলের কোনো খবর নেই। এই অবস্থায় সকলের নজর শহর থেকে একেবারে জঙ্গল ঘেঁষা রামশাই। এই গ্রাম পঞ্চায়েত এলাকায় কোন দল গঠন করবেন বোর্ড? জনগন কি চাইছেন? বা দলীয় নেতৃত্বরাই বা কি বলছেন? দেখুন এই রিপোর্টে

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments