Friday, April 26, 2024
Homeদক্ষিণ দিনাজপুরএই গ্রামের নাম শুনলেই ছেলে মেয়েদের বিয়ে দিতে চান না কেউ, কারণ...

এই গ্রামের নাম শুনলেই ছেলে মেয়েদের বিয়ে দিতে চান না কেউ, কারণ জানুন

দক্ষিণ দিনাজপুরঃ

এই গ্রামের নাম শুনলেই ছেলে মেয়েদের বিয়ে দিতে চান না কেউ। ভাবছেন কি কারনে? হ্যা অবহেলিত এই গ্রামে নানান সমস্যায় জর্জরিত থাকার দরুন বিয়ের ক্ষেত্রে সমস্যা হয় পরিবারের লোকেদের অনেকেই এই গ্রামের মেয়ে কিংবা ছেলেকে বিয়ে দিতে চান না। স্বাধীনতার ৭১ বছর পেরিয়ে গেলেও দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের চ্যাংড়াপিছলা থেকে আনারুন রসুলপুর পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার অবস্থা অত্যন্ত বেহাল। রাস্তায় কোথাও হাটু সমান কাদা, কোথাও আবার কোমর সমান গর্ত, কোথাও সম্পূর্ণ রাস্তা ধসে গেছে পাশের পুকুরে। গ্রীষ্মকালে গ্রামের মানুষজন খুব কষ্ট করে যাতায়াত করলেও, বর্ষা এলেই যোগাযোগ বন্ধ হয়ে যায় সম্পূর্ণরূপে। পাশাপাশি অত্যন্ত খারাপ রাস্তার কারণে গ্রামে প্রবেশ করতে পারে না কোন গাড়ি। আত্মীয় স্বজনেরাও অত্যন্ত বেহাল রাস্তার কারণে এই গ্রাম থেকে মুখ ফিরিয়েছেন। রাত বিরেতে কেউ অসুস্থ হলে কিংবা কোন মহিলা গর্ভবতী হলে কাঁধে করে ৫ কিলোমিটার দূরে অ্যাম্বুলেন্সের জন্য আসতে হয়। গ্রামবাসীদের অভিযোগ ভোট আছে ভোট যায় ভোটের আগে রাজনৈতিক নেতাদের প্রতিশ্রুতির বন্যা বয়ে গেলেও ভোট পেরোলে রাস্তা মেরামত হয় না। বিগত দিনে বারবার গঙ্গারামপুর মহকুমা শাসকের কাছেও রাস্তা সংস্কারের দাবিতে দ্বারস্থ হয়েছেন এলাকার মানুষজন। যদিও রাস্তা মেরামত হয়নি। কবে রাস্তা মেরামত হবে ও পিছলা,অঙ্গারুন ও রসুলপুর গ্রামের মানুষজনদের বহু বছরের চলাচলের সমস্যা মিটবে তা অবশ্য কেউই জানেন না

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments