Thursday, May 2, 2024
Homeখেলাধূলাফের স্বপ্নভঙ্গ বিরাট কোহলির! আইপিএল ট্রফি জয় অধরা আরসিবির

ফের স্বপ্নভঙ্গ বিরাট কোহলির! আইপিএল ট্রফি জয় অধরা আরসিবির

বিরাট কোহলির (Virat Kohli) স্বপ্নভঙ্গ। স্বপ্নভঙ্গ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও (Royal Challengers Bangalore)। এবারও আইপিএলের (IPL 2022) ফাইনালে পৌঁছতে পারল না তারা। ইডেনে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে শুক্রবার মোতেরায় রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) মুখোমুখি হয়েছিল আরসিবি। আশায় ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সমর্থকরা। কিন্তু তাঁদের সেই আশা শেষমেশ পূর্ণ হয়নি। রাজস্থান ৭ উইকেটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গেল। ইডেনে সেঞ্চুরি করে আরসিবি-কে জিতিয়েছিলেন রজত পাতিদার। এদিন রাজস্থানের জস বাটলার বিধ্বংসী ব্যাট করলেন। সেঞ্চুরি হাঁকালেন তিনি। শুরু থেকে শেষ পর্যন্ত আরসিবি বোলারদের শাসন করে গেলেন বাটলার। এবারের মেগা টুর্নামেন্টে স্বপ্নের ফর্মে বাটলার। চারটি পঞ্চাশ, চারটি সেঞ্চুরি তাঁর নামের পাশে লেখা। এখনও বাকি রয়েছে ফাইনাল। আরসিবি-র বিরুদ্ধে অবশ্য বাটলার ১০৬ রানে অপরাজিত থেকে যান। ১০টি বাউন্ডারি ও ৬টি ছক্কা হাঁকান তিনি। ১৮.১ ওভারে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। 

ফাইনালে গুজরাট টাইটান্সের সামনে রাজস্থান রয়্যালস। ইডেনে ঠিক যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই শুরু করলেন রজত পাতিদার। বড় ম্যাচে বিরাট কোহলি ব্যর্থ। মাত্র ৭ রান করে প্রসিদ্ধ কৃষ্ণার বলটা খোঁচা মারলেন সঞ্জু স্যামসনের হাতে। ফ্যাফ দু’ প্লেসিস ও রজত পাতিদার আরসিবি ইনিংস টানার কাজ করেন। দু’ প্লেসিস ব্যক্তিগত ২৫ রানে ফেরেন।  ৭৯ রানে ২ উইকেট হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কিন্তু রজত পাতিদারকে থামানো যায়নি। দর্শনীয় কিছু কাট মারেন। যদিও ১৩ রানের মাথায় জীবন ফিরে পেয়েছিলেন রজত। শেষ পর্যন্ত ৫৮ রানে আউট হন তিনি। চারটি চার ও তিনটি ছক্কা হাঁকান পাতিদার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

Recent Comments